রাজনৈতিক উদ্দেশ্যে খালেদা জিয়াকে গ্রেপ্তারের পরিকল্পনা নেই
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে রাজনৈতিক উদ্দেশ্যে গ্রেপ্তারের পরিকল্পনা নেই বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
আজ শুক্রবার সকালে গাজীপুরের নগপাড়ায় বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) বাস ডিপো পরিদর্শন শেষে এ কথা বলেন মন্ত্রী।
ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপির কোনো কোনো নেতা বলছেন, সরকার খালেদা জিয়াকে গ্রেপ্তারের ষড়যন্ত্র করছে। একজন মন্ত্রী হিসেবে আমি বলতে পারি, রাজনৈতিক উদ্দেশ্যে খালেদা জিয়াকে গ্রেপ্তারের সরকারের চিন্তাভাবনা নেই। তবে আইন-আদালতের কোনো বিষয় থাকলে সে বিষয়ে আইনমন্ত্রী ভালো বলতে পারেন।’
মন্ত্রী আজ আকস্মিকভাবে গাজীপুরের বিআরটিসি বাস ডিপো পরিদর্শন করেন। এ সময় ডিপো ব্যবস্থাপককে খুঁজে না পেয়ে অসন্তোষ প্রকাশ করেন। ডিপোর নানা অব্যবস্থাপনার কারণে ব্যবস্থাপককে শোকজ করার জন্য বিআরটিসি চেয়ারম্যানকে নির্দেশ দেন।
পরে মন্ত্রী সালনায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে অবৈধভাবে গড়ে ওঠা লেগুনা তৈরির কয়েকটি কারখানা দেখতে পেয়ে এগুলো বন্ধ ও মালামাল জব্দ করার নির্দেশ দেন।
বাস ডিপো পরিদর্শনের সময় মন্ত্রীর সঙ্গে ছিলেন সড়ক বিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলী সবুজ উদ্দিন খান, গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমসহ বিআরটিসির জ্যেষ্ঠ কর্মকর্তারা।