রাঙামাটিতে চলছে দ্বিতীয় দিনের অবরোধ
সন্তু লারমার নেতৃত্বাধীন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির ডাকে রাঙামাটিতে নৌ ও সড়ক পথের চলছে। দুদিনব্যাপী অবরোধের দ্বিতীয় দিন আজ মঙ্গলবার। এর আগে গতকাল সোমবার সকাল থেকে এ অবরোধ শুরু হয়।
সকাল থেকেই শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে পিকেটিং করছে জনসংহতি সমিতি, পাহাড়ি ছাত্র পরিষদ, হিল উইমেন্স ফেডারেশন, পার্বত্য চট্টগ্রাম যুব সমিতি ও পার্বত্য চট্টগ্রাম মহিলা সমিতির নেতা-কর্মীরা।
এদিকে অবরোধের কারণে শহরের সাথে দশ উপজেলার সড়ক ও নৌ যোগাযোগ সম্পূর্ণ বন্ধ আছে। চট্টগ্রাম, বান্দরবান এবং খাগড়াছড়ি থেকেও পুরোই যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে রাঙামাটি জেলা শহর।
অবরোধের কারণে বিপাকে পড়েছে অফিসগামী মানুষ। বিশেষ করে রোজা রাখা মানুষের বিড়ম্ভনা আর কষ্ট ছিলো চোখে পড়ার মতো।
গত ৪ জুন রাঙামাটিতে অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে বরকল উপজেলার ভূষণছড়ার একটি কেন্দ্রের ফলাফল বাতিল ও পুননির্বাচনের দাবিতে ১৩ ও ১৪ জুন দুইদিন এই অবরোধ পালন করছে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি।