রাঙামাটিতে রোজার মধ্যে এবার ৩ দিনের অবরোধ!
রাঙামাটির বরকল উপজেলার ভূষণছড়ার একটি ভোটকেন্দ্রের ফলাফল বাতিল করে পুনর্নির্বাচনের দাবিতে পবিত্র রমজান মাসে এবার তিনদিনের অবরোধ কর্মসূচি ঘোষণা করেছে জনসংহতি সমিতির (জেএসএস)।
সন্তু লারমার নেতৃত্বাধীন সংগঠনটি দুই দিনের শান্তিপূর্ণভাবে অবরোধ শেষ হতেই এই কর্মসূচি ঘোষণা করল। তারা আগামী ১৯, ২০ ও ২১ জুন প্রতিদিন সকাল ৬টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এই অবরোধের ডাক দিয়েছে।
আজ মঙ্গলবার বিকেলে জেএসএস নেতাকর্মীরা রাঙামাটি শহরে বিক্ষোভ মিছিল করে দুই দিনের অবরোধের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করেন। দক্ষিণ কালিন্দীপুরে সংগঠনটির জেলা কার্যালয়ের সামনে অনুষ্ঠিত এক সমাবেশ থেকে তারা আবারো তিনদিনের অবরোধের ঘোষণা দেন। এ সময় বক্তব্য দেন উদয়ন ত্রিপুরা, জোনাকী চাকমা, বাচ্চু চাকমা, ত্রিজিনাদ চাকমা ও কিশোর কুমার চাকমা।
সমাবেশে অবিলম্বে বরকল উপজেলার ভূষণছড়া ইউনিয়নের ছোট হরিণা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ভোট বাতিল করে পুনরায় ভোট গ্রহণের দাবি জানানো হয়। অন্যথায় আরো কঠোর ও কঠিন কর্মসূচির হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
এর আগে অবরোধের দ্বিতীয় দিনে আজ সকাল থেকেই শহরের বিভিন্ন পয়েন্টে পিকেটিং করে জনসংহতি সমিতি ও এর সহযোগী সংগঠন পাহাড়ি ছাত্র পরিষদের নেতাকর্মীরা। কড়া এই অবরোধে তারা শহরে কোনো যানবাহন তো দূরের কথা মোটরসাইকেলও চলতে দেয়নি। কড়া পিকেটিংয়ের কারণে বিপাকে পড়ে শহরের বিভিন্ন প্রান্তের অফিসগামী মানুষ। সবচেয়ে বেশি দুর্ভোগ পোহাতে হয়, রমজানে রোজাদার মানুষদের। শহরের অভ্যন্তরে চলাচলের একমাত্র বাহন অটোরিকশা চলাচল সম্পূর্ণ বন্ধ থাকায় রোজা রেখে দীর্ঘপথ হেঁটে গন্তব্যে পৌঁছাতে হয়েছে।