মিতু হত্যা : গুন্নুর রিমান্ড বাতিলের আবেদন নামঞ্জুর
পুলিশ কর্মকর্তা বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতুর খুনের সঙ্গে জড়িত সন্দেহে গ্রেপ্তার আবু নছর গুন্নুর রিমান্ড বাতিলের আবেদন নামঞ্জুর করেছেন চট্টগ্রামের একটি আদালত।
আজ বৃহস্পতিবার গুন্নুর পক্ষে চট্টগ্রাম মহানগর দায়রা জজ মো .শাহ নূরের আদালতে রিমান্ড বাতিলের আবেদন জানানো হয়। শুনানি শেষে আদালত আবেদন নামঞ্জুর করেন।
এর ফলে গুন্নুকে রিমান্ডে জিজ্ঞাসাবাদে আর কোনো বাধা থাকল না বলে বার্তা সংস্থা বাসসের এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
মিতু হত্যা মামলায় ৮ জুন হাটহাজারী থেকে আবু নছর গুন্নুকে আটক করে পুলিশ।
পরে গুন্নুকে জিজ্ঞাসাবাদের জন্য সাতদিনের রিমান্ড মঞ্জুর করেন চট্টগ্রাম মহানগর হাকিম হারুনুর রশিদ।
গত ৫ জুন সকালে ছয় বছরের ছেলেকে স্কুলবাসে তুলে দিতে যাওয়ার সময় নগরীর জিইসির মোড়ে তিনজন দুর্বৃত্তের উপর্যুপরি ছুরিকাঘাত ও গুলিতে নিহত হন পুলিশ কর্মকর্তা বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতু।