২-৪ জুলাই ব্যাংক খোলা থাকবে শিল্প এলাকায়
আগামী ২, ৩ ও ৪ জুলাই শিল্প ও শ্রমঘন এলাকায় ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান খোলা থাকবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। তিনি বলেন, আসন্ন ঈদে নয় দিন টানা সরকারি ছুটিতে শ্রমিক, কর্মচারী ও শিল্প মালিকদের আর্থিক লেনদেনের সুবিধার্থে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আসন্ন ঈদের সময়ের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আজ বৃহস্পতিবার অনুষ্ঠিত এক বৈঠক শেষে সাংবাদিকদের স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ সংবাদ সম্মেলনে আইনশৃঙ্খলা বাহিনীর জ্যেষ্ঠ কর্মকর্তা ছাড়াও বিভিন্ন ব্যবসায়ী ও বণিক সমিতির নেতারা উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এবার ঈদে লম্বা ছুটি। তাই নিরাপত্তার বিষয়ে বিশেষভাবে নজর দিতে হচ্ছে। এ সময়ে পর্যাপ্ত পরিমাণ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন থাকবে। নিরাপত্তায় নিয়োজিত থাকবে অতিরিক্ত ১৫ হাজার আনসার সদস্য। মহাসড়কগুলোতে ওয়াচ টাওয়ার থাকবে। রিজার্ভ ফোর্স থাকবে, যেখানে প্রয়োজন হবে তারা সেখানে হাজির হবে।’
এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ঈদের সময় অজ্ঞান পার্টি ও মলম পার্টির দৌরাত্ম্য বাড়ে। এবার আইনশৃঙ্খলা বাহিনীকে এ দিকটা মাথায় রেখে বিশেষ ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে। এরই মধ্যে অজ্ঞান পার্টি ও মলম পার্টির ২০০ সদস্যকে আটক করা হয়েছে।’