বিচারবিভাগের স্বাধীনতা নিয়ে আপস নেই : প্রধান বিচারপতি
প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা বলেছেন, ‘বিচার বিভাগের স্বাধীনতা এবং রুল অব ল (আইনের শাসন) নিয়ে কোনো প্রকার আপস নেই।’
আজ বৃহস্পতিবার বিকেলে কুমিল্লা আইনজীবী সমিতি মিলনায়তনে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান বিচারপতি এ কথা বলেন।
প্রধান বিচারপতি বলেন, ‘প্রত্যেকটি সমাজে এমনকি আমেরিকার মতো দেশেও প্রশাসন এবং বিচারবিভাগ নিয়ে একটা দ্বন্দ্ব থেকেই যায়। আমেরিকার মতো দেশে যদি এটা হয়, আমার দেশে আমি মনে করব অনেকটা ভালো তাদের চেয়ে।’
সকালে কুমিল্লা আদালত প্রাঙ্গণে একটি ফলদ বৃক্ষ রোপণ শেষে আদালতে বিচারকদের বিচার ব্যবস্থা পরিদর্শন করেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা। সন্ধ্যায় জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসক ভবনে ইফতার মাহফিলে যোগ দেন প্রধান বিচারপতি। এ সময় কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহার, কুমিল্লার জেলা প্রশাসক হাসানুজ্জামান কল্লোল, পুলিশ সুপার মো. শাহ আবিদ হোসেন, কুমিল্লা জেলা দায়রা জজ জহির উদ্দিন, কুমিল্লার আদালতের বিচার কার্যে নিয়োজিত বিচারক, জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের কর্মকর্তা উপস্থিত ছিলেন।