রোমের পথে ৯ ইতালীয়র মরদেহ
রাজধানীর গুলশানে স্প্যানিশ রেস্তোরাঁ হলি আর্টিজানে গত শুক্রবার সন্ত্রাসীদের হামলার শিকার ৯ ইতালীয় নাগরিকের মরদেহ তাঁদের দেশে নিয়ে যাওয়া হয়েছে।
আজ মঙ্গলবার বাংলাদেশের স্থানীয় সময় দুপুরে ইতালির রোমের উদ্দেশে রওনা দেয় ৯ ইতালীয়র মরদেহবাহী বিশেষ বিমানটি। সকালেই মরদেহ গ্রহণ করতে বাংলাদেশে আসেন ইতালীর উপপরাষ্ট্রমন্ত্রী মারিও গিরো।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তার বরাত দিয়ে বার্তা সংস্থা ইউএনবি জানিয়েছে, আজ দুপুর সোয়া ১টার দিকে ৯টি মরদেহ নিয়ে ইতালির উদ্দেশে রওনা দেন মারিও গিরো। এ সময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোহাম্মদ শাহরিয়ার আলম তাঁকে বিদায় জানান।
এর আগে গত রাতে ছয় জাপানির মরেদেহ নিয়ে টোকিওর উদ্দেশে ঢাকা ছেড়ে যায় জাপান সরকারের একটি বিশেষ বিমান। আজ স্থানীয় সময় সকালে জাপানে পৌঁছে বিমানটি। বিমানবন্দরেই নিহতদের স্বজনরা মরদেহগুলো গ্রহণ করে।
এ ছাড়া গত রাতেই ভারতের রাজধানী দিল্লিতে নিয়ে যাওয়া হয় গুলশান হামলায় নিহত একমাত্র ভারতীয় তারুশি জৈনর মরদেহ।
গত শুক্রবার রাজধানীর গুলশানে স্প্যানিশ রেস্তোরাঁ হলি আর্টিজান বেকারিতে আকস্মিক হামলা চালায় অস্ত্রধারী সন্ত্রাসীরা। এতে ১৭ বিদেশিসহ তিন বাংলাদেশি নিহত হন। জিম্মি করা হয় রেস্তোরাঁটিতে খাবার খেতে আসা অতিথিদের। পরে রোববার সকালে এক কমান্ডো অভিযানের মাধ্যমে জিম্মিদের ১৩ জনকে জীবিত উদ্ধার করা হয়।