সাকা-মুজাহিদের আপিল শুনানি ২৮ এপ্রিল
মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধে বিএনপি নেতা সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরী ও জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের মৃত্যুদণ্ডের বিরুদ্ধে করা আপিলের শুনানি আগামী ২৮ এপ্রিল। আজ বুধবার সকাল ৯টায় প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে আপিল বিভাগের চার সদস্যের বেঞ্চ এ দিন নির্ধারণ করেন। বেঞ্চের অন্য তিন সদস্য হলেন বিচারপতি নাজমুন আরা সুলতানা, বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।
এর আগে আসামিপক্ষের আইনজীবীরা শুনানি পেছানোর জন্য সময় আবেদন করেন। আসামিপক্ষের আইনজীবী খন্দকার মাহবুব হোসেন আদালতকে বলেন, ‘আগামী ২০ মে বার কাউন্সিলের নির্বাচন। আমি নিজেই নির্বাচনের প্রার্থী হতে পারি। এ জন্য মামলার শুনানিতে সময় দেওয়া কঠিন হয়ে যাবে। তাই ২০ মের পর শুনানির জন্য দিন ধার্য করা হোক।’
অন্যদিকে রাষ্ট্রপক্ষের অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেন, ‘সময়ক্ষেপণ করে বিচার বিলম্বিত করা হচ্ছে। দ্রুত এ বিচার নিষ্পত্তি করতে নির্দেশনা রয়েছে। তাই সময় না দিয়ে বিচার শুরু করার আবেদন করছি।’ এ পর্যায়ে আদালত ২৮ এপ্রিল দিন নির্ধারণ করেন।
আসামিপক্ষের আরেক আইনজীবী অ্যাডভোকেট শিশির মনির এনটিভি অনলাইনকে বলেন, ‘মামলা দুটি কার্যতালিকায় এসেছিল। আমরা সময় আবেদন করেছি। আদালত ২৮ এপ্রিল শুনানির জন্য দিন ধার্য করেছেন।’
২০১৩ সালের ১ অক্টোবর মানবতারিবোধী অপরাধের দায়ে বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীকে মৃত্যুদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। এ সময় সালাউদ্দিন কাদেরের বিরুদ্ধে আনা ২৩ অভিযোগের মধ্যে ১৭টি সন্দেহাতীতভাবে প্রমাণের দাবি করে রাষ্ট্রপক্ষ। এসব অভিযোগ থেকে খালাস চেয়ে টাইব্যুনালের রায়ের বিরুদ্ধে ওই বছরের ২৯ অক্টোবর আপিল করেন সাকা চৌধুরী। হরতালের আগের রাতে গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় ২০১০ সালের ১৬ ডিসেম্বর গ্রেপ্তার হন বিএনপির এই নেতা। এর পর ১৯ ডিসেম্বর তাঁকে মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার দেখানো হয়।
অন্যদিকে, মহান মুক্তিযুদ্ধের সময় সাংবাদিক, শিক্ষকসহ বুদ্ধিজীবী হত্যা এবং সাম্প্রদায়িক হত্যা-নির্যাতনের দায়ে ২০১৩ সালের ১৭ জুলাই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল জামায়াত নেতা আলী আহসান মোহাম্মাদ মুজাহিদকে মৃত্যুদণ্ড দেন। এই রায়ের বিরুদ্ধে ওই বছরের ১১ আগস্ট আপিল করেন মুজাহিদ।