আইএস-টাইএস কিছু না, দেশি-বিদেশি ষড়যন্ত্র : স্বরাষ্ট্রমন্ত্রী
দেশে ইসলামিক স্টেট (আইএস) বলে কিছু নেই, দেশি-বিদেশি ষড়যন্ত্রের অংশ হিসেবেই সাম্প্রতিক সময়ে হামলার ঘটনাগুলো ঘটছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।
আজ শনিবার পুলিশের রংপুর রেঞ্জ আয়োজিত সন্ত্রাস ও জঙ্গিবিরোধী সর্বধর্মীয় এক প্রীতি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।
ইসলাম শান্তির ধর্ম উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী আরো বলেন, এ দেশে যারা জঙ্গিবাদ কায়েম করতে চায় তারা ইসলাম, দেশ ও মানবতার শত্রু। এদের কোনো স্থান এ দেশের মাটিতে হবে না।
অনুষ্ঠানে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক বলেন, উত্তরবঙ্গে জঙ্গিদের বিস্তার বেড়ে গেছে। যে কোনো মূল্যে জঙ্গিবাদ নির্মূল করা হবে।
পুলিশের রংপুর রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) খন্দকার গোলাম ফারুকের সভাপতিত্বে সমাবেশে আরো বক্তব্য দেন সংসদের স্বরাষ্ট্রবিষয়ক স্থায়ী কমিটির সভাপতি টিপু মুনশী, শোলাকিয়া ঈদগাহের ইমাম মাওলানা ফরিদ উদ্দিন মাসউদ, রামকৃষ্ণ মঠের অধ্যক্ষ স্বামী ধ্রুবেশানন্দ মহারাজ, ধর্মরাজিক বৌদ্ধ বিহারের অধ্যক্ষ শুদ্ধানন্দ মহাথেরো, দিনাজপুর ধর্মপ্রদেশের বিশপ সেবাস্টিয়ান টুডু প্রমুখ।
এ সময় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙ্গা, রংপুর সিটি করপোরেশনের মেয়র শরফুদ্দিন ঝন্টুসহ বেশ কয়েকজন সংসদ সদস্য, বিভাগীয় কর্মকর্তা উপস্থিত ছিলেন।
সমাবেশে রংপুর বিভাগের আট জেলার কয়েক হাজার মানুষ অংশ নেয়।