ছুটি কাল, বন্ধ যান চলাচলও
ঢাকা উত্তর, দক্ষিণ ও চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচন উপলক্ষে আগামীকাল মঙ্গলবার সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে আজ সোমবার রাত ১২টা থেকে কাল মঙ্গলবার রাত ১২টা পর্যন্ত মাইক্রোবাস, বাস, ট্রাকসহ যেকোনো ধরনের মোটরযান চলাচলে নিষেধাজ্ঞা দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
গতকাল রোববার জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব এ এস এম মুস্তাফিজুর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, নির্বাচন কমিশন কর্তৃক ঘোষিত সময়সূচি অনুসারে ২৮ এপ্রিল, মঙ্গলবার ঢাকা উত্তর সিটি করপোরেশন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ও চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে। ওই নির্বাচনের ভোট গ্রহণ উপলক্ষে নির্বাচন-সংশ্লিষ্ট সিটি করপোরেশন এলাকাধীন সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস/প্রতিষ্ঠান/সংস্থায় কর্মরত কর্মকর্তা-কর্মচারীগণ এবং সরকারি-বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক/কর্মকর্তা/কর্মচারীবৃন্দ তাঁদের স্ব-স্ব ভোটাধিকার প্রয়োগ ও ভোটগ্রহণের সুবিধার্থে ভোটগ্রহণের দিন মঙ্গলবার সংশ্লিষ্ট এলাকায় সাধারণ ছুটি ঘোষণা করা হলো।
এতে আরো বলা হয়, এসব সিটি করপোরেশন এলাকায় যদি এ দিন কোনো পাবলিক পরীক্ষা অনুষ্ঠিত হয়, তাহলে ওই পরীক্ষার কেন্দ্রগুলো ও পরীক্ষাসংশ্লিষ্ট শিক্ষক/কর্মচারীরা সাধারণ ছুটির আওতাবহির্ভূত থাকবে।
শনিবার রাজধানীর মিন্টো রোডে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে সিটি করপোরেশন নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ডিএমপি কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া বলেন, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচন উপলক্ষে ২৫ এপ্রিল রাত ১২টা থেকে ২৯ এপ্রিল বুধবার সকাল ৬টা পর্যন্ত রাজধানীতে মোটরসাইকেল চলাচলের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তিনি বলেন, ‘আসন্ন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচন অবাধ, স্বচ্ছ ও নিরপেক্ষভাবে অনুষ্ঠানের জন্য এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’
ওই সময় সেখানে পুলিশের অতিরিক্ত কমিশনার ইব্রাহিম ফাতেমী, যুগ্ম কমিশনার মীর রেজাউল করীম, মনিরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
ডিএমপি কমিশনার বলেন, নির্বাচনে শুধু রিটার্নিং কর্মকর্তার অনুমতি সাপেক্ষে নির্বাচনী এজেন্ট, দেশি-বিদেশি পর্যবেক্ষক, দেশি-বিদেশি সাংবাদিক, নির্বাচনী কাজে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, বৈধ পরিদর্শকসহ জরুরি সেবামূলক কাজে নিয়োজিত অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস, বিদ্যুৎ, গ্যাস, ডাক, টেলিযোগাযোগ কার্যক্রমের ওপরে এ নিষেধাজ্ঞা প্রয়োজ্য নয়।