ভোটে জাতীয় পরিচয়পত্র লাগবে না : ইসি
ভোট দেওয়ার সময় জাতীয় পরিচয়পত্রের প্রয়োজন নেই বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিবালয়ের জনসংযোগ পরিচালক এস এম আসাদুজ্জামান। আজ সোমবার এনটিভি অনলাইনকে তিনি এ কথা জানান।
আজ সোমবার সকালে নির্বাচন কমিশনের কার্যালয়ে গিয়ে দেখা গেছে, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনে যারা এবার নতুন ভোটার হয়েছেন, তাঁরা এখনো জাতীয় পরিচয়পত্র হাতে পাননি। জাতীয় পরিচয়পত্র পেতে তাদের অনেকেই ভিড় করেছেন নির্বাচন কমিশনের বিভিন্ন কার্যালয়ে।
এ বিষয়ে নির্বাচন কমিশনের জনসংযোগ কর্মকর্তা জানান, ভোট দিতে জাতীয় পরিচয়পত্রের প্রয়োজন নেই। বিভিন্ন ওয়ার্ড কাউন্সিল থেকে বাড়ি বাড়ি গিয়ে ভোটার স্লিপ দেওয়া হচ্ছে। তারপরও যদি কেউ স্লিপ না পেয়ে থাকেন তবে তাঁরা নির্ধারিত ওয়ার্ডে গিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছ থেকে কেন্দ্র ও ভোটারের সিরিয়াল নম্বরের স্লিপ নিতে পারবেন। নতুন বা পুরাতন কোনো ভোটারের ক্ষেত্রেই জাতীয় পরিচয়পত্রের প্রয়োজন হবে না।
কিন্তু তারপরেও যদি কেউ ভোটার সিরিয়াল নম্বর না পেয়ে থাকেন তবে এসএমএসের মাধ্যমেও কেন্দ্রের ঠিকানা ও ভোটের সিরিয়াল নম্বর সংগ্রাহকরা যাবে। এ ছাড়া নির্বাচন কমিশনের ওয়েবসাইট www.ec.org.bd অথবা www.nidw.gov.bd ভিজিট করেও ভোটকেন্দ্রের নাম জানা যাবে। এ ছাড়া ০৩৫৯০১২৩৪৫৬ নম্বরে ফোন করেও ভোটাররা তাদের ভোটকেন্দ্রের নাম ও সিরিয়াল নম্বর জানতে পারবেন।