নির্বাচন নিবিড় পর্যবেক্ষণ করবে বিদেশি ‘বন্ধুরা’
ঢাকা ও চট্টগ্রামে অনুষ্ঠেয় তিনটি সিটি করপোরেশন নির্বাচন নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবেন বিদেশি ‘বন্ধুরা’। আজ সোমবার কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা ইউএনবি এ তথ্য জানিয়েছে।
গত কয়েক সপ্তাহে জাতিসংঘ, যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন সংস্থা ও দেশ সিটি করপোরেশন নিরপেক্ষ ও স্বচ্ছ করতে সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানিয়েছে। বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্শা স্টিফেনস ব্লুম বার্নিকাট বলেছেন, ‘সুস্থ গণতন্ত্রের ভিত্তি হলো স্বচ্ছ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য নির্বাচন। আশা করি আগামীকালের (মঙ্গলবার) নির্বাচন হবে এই চেতনার একটি নমুনা।’ আজ টুইটার বার্তায় তিনি এ মন্তব্য করেন।
ঢাকায় জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী রবার্ট ওয়াটকিনস এক বার্তায় বলেন, ‘স্বচ্ছ, শান্তিপূর্ণ ও সবার অংশগ্রহণে নির্বাচন আয়োজন করতে সংশ্লিষ্ট সব পক্ষকে তাগিদ দেয় জাতিসংঘ।’ এ সময় তিনি ঢাকা ও চট্টগ্রামে নির্বাচনের আগে শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকায় সন্তোষ প্রকাশ করেন।
এর আগে জাতিসংঘের মহাসচিব বান কি মুন বাংলাদেশে স্বচ্ছ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য নির্বাচন আয়োজনের আবেদন জানান। ইউরোপীয় ইউনিয়নও (ইইউ) শান্তিপূর্ণ নির্বাচনের জন্য প্রয়োজনীয় পরিবেশ তৈরিতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন।
একটি কূটনৈতিক সূত্র জানিয়েছে, তারা নির্বাচন পর্যবেক্ষণ করবে। ‘এটা তদারকির মতো বিষয় নয়, বরং আমাদের নিজেদের বোঝাপড়া ও জ্ঞান আহরণ এবং নির্বাচন কীভাবে হয় সেগুলো জানতেই,’ বলে ওই সূত্র।
আরেকটি সূত্র জানায়, কূটনীতিকরা নির্বাচন নিয়ে খুব আগ্রহী এবং তাঁরা এটি টেলিভিশনসহ বিভিন্ন গণমাধ্যম থেকে ও নিজেদের অভ্যন্তরীণ উপায়ে পর্যবেক্ষণ করবেন।
আগামীকাল ঢাকা উত্তর, ঢাকা দক্ষিণ ও চট্টগ্রামে সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে। সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়ে চলবে বিকেল ৪টা পর্যন্ত। সংঘাতমুক্তভাবে এ নির্বাচন আয়োজনে কয়েক সপ্তাহ ধরে যুক্তরাষ্ট্রসহ বেশ কিছু দেশ সব পক্ষকে তাগিদ দিয়ে আসছে।