কারাগারে রেখেই সন্ত্রাসী-জঙ্গিদের বক্তব্য নেবেন আদালত
প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এস কে) সিনহা বলেছেন, ঝুঁকির কথা বিবেচনা করে কারাগারে রেখেই ভিডিও কনফারেন্সের মাধ্যমে সন্ত্রাসী ও জঙ্গিদের বক্তব্য নেবেন আদালত।
আজ রোববার বিচার বিভাগকে ডিজিটাল করার লক্ষ্যে সুপ্রিম কোর্ট ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের ‘এককেস টু ইনফরমেশন’ কর্মসূচির মধ্যে সমঝোতা স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান বিচারপতি এ কথা বলেন।
এস কে সিনহা বলেন, ‘একজন টপ মোস্ট টেররিস্ট (শীর্ষ সন্ত্রাসী) যাকে ডেথ সেনটেন্স (মৃত্যুদণ্ড) দেওয়া হয়েছিল, তাকে জেল থেকে কোর্টে নেওয়ার সময় মাঝপথে সন্ত্রাসীরা ছিনিয়ে নিয়ে গেছে এবং তাকে এখনো ধরা যায় নাই।’
‘এগুলো ওভারকাম (এসব বিষয় থেকে বেরিয়ে আসা) করার জন্যই আমরা তাদেরকে কোর্টে হাজির না করে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে তাদের বিচার কার্যক্রম চালনা করব।’
প্রধান বিচারপতি আশা প্রকাশ করে বলেন, বিচার বিভাগকে সম্পূর্ণ ডিজিটাইলাইজেশনের যে উদ্যোগ নেওয়া হয়েছে, তাতে বিচারপ্রার্থীদের ভোগান্তি অনেকটাই কমে আসবে। দ্রুত বিচারকাজ সম্পাদন করা সম্ভব হবে।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্যসচিব আবুল কালাম আজাদ।