পূজায় জঙ্গি হামলার আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না
অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেছেন, আসন্ন দুর্গাপূজায় জঙ্গি হামলার আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না। একটি অশুভ মহল সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলতে সব সময় সচেষ্ট থাকে। এদের বিরুদ্ধে সবাইকে সজাগ থাকতে হবে।
অ্যাটর্নি জেনারেল আজ শুক্রবার তাঁর নিজ বাড়ি মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার হলদিয়া ইউনিয়নের মৌছা মান্দ্রা গ্রামে দুর্গাপূজা উপলক্ষে দুঃস্থ হিন্দু নারীদের মাঝে নতুন শাড়ি-কাপড় বিতরণকালে এসব কথা বলেন।
রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা আরো বলেন, পূজা উদযাপনের ব্যাপারে আইনশৃঙ্খলা বাহিনী যথেষ্ট তৎপর রয়েছে। যার ফলে দুর্গাপূজার এ মৌসুমে কোনো প্রকার অঘটন ঘটেনি।
‘তারপরেও আমাদের সচেষ্ট থাকতে হবে’ উল্লেখ করে মাহবুবে আলম বলেন, বিক্রমপুরে সব সময় সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় ছিল, এখনো আছে। তাই সবাইকে সচেতন থাকতে হবে, যাতে বাইরে থেকে কেউ এসে বিদ্যমান সামাজিক-সম্প্রীতির মাঝে ফাটল ধরাতে না পারে।
ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিৎ দেবনাথ, লৌহজং উপজেলার সহকারী কমিশনার (ভূমি) এস এম শাহীন, লৌহজং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিছুর রহমান, স্থানীয় হলদিয়া ইউপির চেয়ারম্যান মোজাম্মেল হক, কনকসার ইউপির চেয়ারম্যান আবুল কালাম আজাদ প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।