কাল স্মার্টকার্ড পাচ্ছে দাসিয়ারছড়াবাসী
স্মার্ট জাতীয় পরিচয়পত্র (স্মার্টকার্ড) পাচ্ছেন কুড়িগ্রামের অধুনালুপ্ত ছিটমহলের ভোটাররা। প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দীন আহমেদ আগামী কাল সোমবার স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ কর্মসূচি উদ্বোধন করবেন।
ফুলবাড়ী উপজেলার বিলুপ্ত ছিটমহল দাসিয়ারছড়ার কালিরহাট বহুমুখী মাধ্যমিক বিদ্যালয় মাঠে আয়োজিত হবে উদ্বোধনী অনুষ্ঠান।
প্রথম দিনে সদ্য ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হওয়া অধুনালুপ্ত ছিটবাসীর ২১৯ জনসহ ৯৮৫ জনকে জাতীয় পরিচয়পত্র বিতরণ করা হবে। পর্যায়ক্রমে ২৫ অক্টোবর পর্যন্ত জেলার অভ্যন্তরে বিলুপ্ত অন্যান্য ছিটমহলের পাশাপাশি সংশ্লিষ্ট ইউনিয়নের ভোটারদের মধ্যে স্মার্টকার্ড বিতরণ করা হবে।
গত ৩১ জুলাই মধ্যরাত থেকে ভারত-বাংলাদেশের অভ্যন্তরে থাকা ১৬২টি ছিটমহল নিজ নিজ দেশের মুল ভুখণ্ডের সাথে একীভুত করা হয়।
বাংলাদেশ-ভারত ছিটমহল বিনিময় সমন্বয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বলেন, ‘ছিটমহল বিনিময়ের পর প্রধানমন্ত্রী আমাদের উন্নয়নে কাজ করছেন। এরই ধারাবাহিকতায় ভোটার তালিকায় অন্তর্ভুক্তির পর আমাদের স্মার্ট জাতীয় পরিচয়পত্র দেওয়া হবে। এ জন্য আমরা আনন্দিত ও গর্বিত যে বাংলাদেশের অন্যান্য নাগরিকের আগেই আমরা স্মার্ট জাতীয় পরিচয়পত্র পাচ্ছি।’
জেলা নির্বাচন কর্মকর্তা দেলোয়ার হোসেন জানান, প্রধান নির্বাচন কমিশনার ও কমিশনারগন সকাল ১০টায় দাসিয়ারছড়ার কালিরহাট বাজারে এ কর্মসূচির উদ্বোধন করবেন। এ জন্য সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।
স্মার্ট জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে প্রতিটি নাগরিক টিআইএন, ড্রাইভিং লাইসেন্স, ব্যাংক হিসাব, চাকরির আবেদন, বিয়ে ও তালাক রেজিস্ট্রেশনসহ ২২টি সেবা খাতে ১০ ডিজিটের এই স্মার্টকার্ড ব্যবহার করতে পারবেন।