তাহমিদের বিরুদ্ধে তথ্য গোপনের অভিযোগে মামলার অনুমতি
রাজধানীর গুলশানের হলি আর্টিজান রেস্টুরেন্টে জঙ্গি হামলার ঘটনায় কানাডাপ্রবাসী তাহমিদ হাসিব খানের বিরুদ্ধে তথ্য গোপনের অভিযোগে প্রসিকিউশন (মামলা) দাখিলের অনুমতি পেয়েছে পুলিশ।
আজ বুধবার ঢাকা মহানগর হাকিম নূর নবী পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে শুনানি শেষে এ আদেশ দেন।
এর আগে গত রোববার ঢাকার মহানগর হাকিম লস্কর সোহেল রানার আদালতে পুলিশের পক্ষ থেকে প্রসিকিউশন (মামলা) দাখিলের অনুমতি চাওয়া হলে বিচারক আজ শুনানির জন্য দিন রেখেছিলেন।
সংশ্লিষ্ট আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা (জিআরও) রনপ কুমার ভক্ত এনটিভি অনলাইনকে জানান, সকালে তাহমিদ ও হাসনাত করিমকে ৫৪ ধারার অভিযোগ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তবে হাসনাত গুলশান থানার মূল মামলায় আটক রয়েছেন।
আদালত কর্মকর্তা আরো জানান, তাহমিদের বিরুদ্ধে জঙ্গি সম্পর্কিত কোনো তথ্য না পাওয়া যাওয়ায় তাঁকে অব্যাহতি দেওয়ার আবেদন করেছেন তদন্ত কর্মকর্তা।
গত ৪ আগস্ট রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার জি-ব্লকের একটি বাসা থেকে রাত ৯টার দিকে তাহমিদকে গ্রেপ্তার করা হয় বলে দাবি করে পুলিশ। পরে তাঁকে কারাগারে পাঠানো হয়।
এ মামলার নথি থেকে জানা যায়, গত ১ জুলাই রাত ৯টার দিকে হলি আর্টিজান রেস্টুরেন্টে হামলা চালায় জঙ্গিরা। হামলার পর রাতেই তারা ২০ জনকে হত্যা করে। ওই রাতে উদ্ধার অভিযানের সময় জঙ্গিদের বোমার আঘাতে নিহত হন পুলিশের দুই কর্মকর্তা। পরদিন সকালে যৌথ বাহিনীর অভিযানে নিহত হয় পাঁচ জঙ্গি।
জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস) এ হামলার দায় স্বীকার করে।
সংগঠনটির মুখপাত্র আমাক হামলাকারীদের ছবি প্রকাশ করে বলে জানায় জঙ্গি তৎপরতা পর্যবেক্ষণকারী সংস্থা সাইট ইন্টেলিজেন্স। এ ঘটনার মূল হোতা গ্রেপ্তার অপর আসামি রিগ্যান আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।