বদরুলের শাস্তির দাবিতে সিলেটে মানবববন্ধন
কলেজছাত্রী খাদিজা আক্তার নার্গিসের ওপর নৃশংস হামলার প্রতিবাদে ও দোষী বদরুলের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সিলেটে আজও মানববন্ধন করেছে বিভিন্ন সংগঠন।
দুপুরে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে সিলেট উন্নয়ন সংস্থাসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন মানববন্ধন কর্মসূচি পালন করে।
এ সময় বক্তারা বদরুলের সর্বোচ্চ শাস্তি দাবি করেন। পাশাপাশি খাদিজার মামলা দ্রুত বিচারের মাধ্যমে নিষ্পত্তির দাবিও জানান বক্তারা।
এ ছাড়া সিলেট বিভাগের বিভিন্ন স্থানে খাদিজার ওপর নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালিত হচ্ছে। আজ বিকেলেও নগরীতে আরো কয়েকটি সংগঠনের মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালনের কথা রয়েছে।