প্রধানমন্ত্রীর ডাকে সারা দেশ এক হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী
জঙ্গিবাদ মোকাবিলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডাকে সারা দেশের মানুষ এক হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।
আজ বুধবার সন্ধ্যায় মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার ২ নম্বর যশলদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অস্থায়ী ভবন নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন।
মন্ত্রী বলেছেন, ‘সন্ত্রাস ও জঙ্গিবাদ মোকাবিলায় প্রধানমন্ত্রীর ডাকে সারা বাংলা আজ এক হয়ে গেছে। আমরা কোনো জঙ্গিকে আশ্রয়-প্রশ্রয় দেব না। খুব শিগগিরই নির্বাচন আসছে। জাতিকে একটি সুন্দর নির্বাচন উপহার দেব আমরা। আসছে নির্বাচনেও প্রধানমন্ত্রী শেখ হাসিনাই ক্ষমতায় আসবেন। আমাদের পেছনে জনগণ আছে। জনগণের শক্তিতে বলিয়ান হয়ে আমরা সন্ত্রাস ও জঙ্গি মোকাবিলা করব।’
আসাদুজ্জামান খাঁন বলেন, ‘তাঁর (শেখ হাসিনা) হাতকে শক্তিশালী করার জন্য আজকে আপনাদের প্রয়োজন আছে। তাঁর যে অর্জন, তাঁর যে সফলতা সেগুলো কিন্তু আপনাদের বলতে হবে। আপনারা যদি না বলেন আপনারা যদি ঘরে বসে থাকেন... আগামীতে কিন্তু খুব শিগগিরই একটি ইলেকশন (নির্বাচন) হতে যাচ্ছে। আমরা মনে করি ইলেকশন কমিশনার একটি সুন্দর ইলেকশন জাতিকে উপহার দেবেন। একটা সুন্দর নির্বাচনের মাধ্যমে আবারও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাই ক্ষমতায় অব্শ্যই আসবেন। আমরা যে সফলতা অর্জন করছি সেটা সম্পূর্ণ বৃথা হয়ে যাবে যদি আমরা সুশাসন প্রতিষ্ঠা করতে না পারি। তার জন্য আমি হাতিয়া থেকে পঞ্চগড় পর্যন্ত দৌড়ে বেড়াচ্ছি।’
দেশে জঙ্গি দমন নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ইসলাম শান্তির ধর্ম, এখানে মানুষ হত্যার কোনো স্থান নেই। আজকে কিন্তু আলেমরা সেই কাজটিই করছেন। তারপর মাননীয় প্রধানমন্ত্রী সর্বস্তরের জনগণকে ডাক দিলেন, আহ্বান করলেন নির্বাচিত প্রতিনিধিদের, পেশাজীবীদের আহ্বান করলেন, সাংবাদিকদের আহ্বান করলেন, মসজিদের ইমামদের আহ্বান করলেন, ছাত্রছাত্রীদের বললেন, তোমরা সবাই এগিয়ে এসো ঘুরে দাঁড়াও এই সন্ত্রাসীদের বিরুদ্ধে। আজকে কিন্তু সেই জায়গাটিতে পৌঁছে গেছি। একাত্তরে যেভাবে সারা বাংলাদেশের মানুষ একত্র সে রকম সন্ত্রাস নির্মূল করার প্রচেষ্টায় আমরা এক হয়ে গেছি। সেই জন্যই আমরা পেরেছি।’
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি গাজী আবু সাইয়িদের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস, মুন্সীগঞ্জ-২ আসনের সংসদ সদস্য সাগুফতা ইয়াসমিন এমিলি, পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম, সহকারী পুলিশ সুপার (এএসপি) সার্কেল শামসুজ্জামান বাবু, লৌহজং উপজেলার চেয়ারম্যান ওসমান গনি তালুকদার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুর রশিদ সিকদার, আমিন মোহাম্মদ গ্রুপের চেয়ারম্যান আলহাজ এনামুল হক, টেলিভিশন ব্যক্তিত্ব মতিউর রহমান মাইকেল।