খাদিজা হত্যাচেষ্টা মামলার অভিযোগপত্র দাখিল
সিলেটে কলেজছাত্রী খাদিজা আক্তার নার্গিসকে হত্যাচেষ্টা মামলায় অভিযোগপত্র দাখিল করেছে পুলিশ। মামলায় বহিষ্কৃত ছাত্রলীগ নেতা বদরুল আলমকে একমাত্র আসামি করা হয়েছে।
আজ বেলা সাড়ে ১১টার দিকে পুলিশের সহকারী কমিশনার (প্রসিকিউশন) আবদুল আহাদের হাতে অভিযোগপত্রটি তুলে দেন শাহপরাণ থানার উপপরিদর্শক ও মামলার তদন্ত কর্মকর্তা হারুনুর রশিদ চৌধুরী।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার মুসা আল জেদান জানান, মামলায় খাদিজাসহ ৩৬ জনকে সাক্ষী হিসেবে রাখা হয়েছে।
গত ৩ সেপ্টেম্বর পরীক্ষা কেন্দ্র থেকে বের হওয়ার পর সিলেট এমসি কলেজে হামলার শিকার হন সিলেট সরকারি কলেজের স্নাতক দ্বিতীয় বর্ষের ছাত্রী খাদিজা বেগম নার্গিস। ঘটনার পরপরই এমসি কলেজের শিক্ষার্থীদের সহযোগিতায় পুলিশ বদরুলকে আটক করে। প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় এ হামলা চালিয়েছেন বলে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন বদরুল। এর পর থেকে তিনি কারাগারে আছেন।
বদরুল শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষার্থী ছিলেন। এ ছাড়া তিনি ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় শাখার সহসম্পাদক ছিলেন। তবে খাদিজার ওপর হামলা চালানোর পর বিশ্ববিদ্যালয় ও ছাত্রলীগ থেকে তাঁকে বহিষ্কার করা হয়।