খাদিজার ডান হাতে সফল অস্ত্রোপচার
ছাত্রলীগ নেতার হামলায় গুরুতর আহত সিলেটের কলেজছাত্রী খাদিজা আক্তার নার্গিসের ডান হাতের অস্ত্রোপচার সফল হয়েছে। আজ সোমবার স্কয়ার হাসপাতালে ওই অস্ত্রোপচার করেন অর্থোপেডিক্স বিভাগের চিকিৎসক মেজবাহ উদ্দিন আহমেদ।
মেজবাহ উদ্দিন আহমেদ জানান, বিকেল সোয়া ৩টা থেকে শুরু হওয়া অস্ত্রোপচার প্রায় দুই ঘণ্টা পর শেষ হয়। তাঁর অবস্থা তুলনামূলক আগের চেয়ে ভালো। তাঁর বাম হাত এখনো কাজ না করায় সেটাতে আজ অস্ত্রোপচার করা সম্ভব হয়নি বলে জানান মেজবাহ উদ্দিন।
তা ছাড়া খাদিজার পায়ের আঘাত খুব বেশি গুরুতর নয় বলে জানিয়েছেন স্কয়ার হাসপাতালের চিকিৎসকরা।
গতকাল রোববার সকালে খাদিজাকে হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্র (আইসিইউ) থেকে ‘হাই ডিপেনডিসি ইউনিটে’ (এইচডিইউ) স্থানান্তর করা হয়।
গত ৩ অক্টোবর সিলেট সরকারি মহিলা কলেজের ছাত্রী খাদিজা আক্তার নার্গিসকে সরকারি এমসি কলেজ ক্যাম্পাসে চাপাতি দিয়ে উপর্যুপরি কুপিয়ে জখম করেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের ১ নম্বর সহসম্পাদক বদরুল আলম। আশঙ্কাজনক অবস্থায় খাদিজাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার উন্নতি না হওয়ায় পরের দিন খাদিজাকে স্কয়ার হাসপাতালে নিয়ে আসা হয়। তখনই খাদিজাকে লাইফ সাপোর্ট দেওয়া হয়। সেই থেকে এখন পর্যন্ত খাদিজা স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন।
এদিকে খাদিজার ওপর হামলার ঘটনার সময় উপস্থিত লোকজন বদরুলকে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে। এ ঘটনায় বদরুলকে একমাত্র আসামি করে মামলা করেন খাদিজার চাচা। বদরুল খাদিজাকে হত্যার চেষ্টার ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেন। বর্তমানে তিনি কারাগারে আছেন।