‘আওয়ামী লীগ দেশে সুন্দর নির্বাচন উপহার দেবে’
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, ‘নতুন নেতৃত্বের আওয়ামী লীগ দেশে একটি সুন্দর নির্বাচন উপহার দেবে।’ তিনি আরো বলেছেন, ‘সংবিধান অনুযায়ী সময়মতো নির্বাচন অনুষ্ঠিত হবে।’
আজ সোমবার খুলনা সার্কিট হাউসে আওয়ামী লীগ নেতাদের সঙ্গে বৈঠকশেষে সাংবাদিকদের এ কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘নির্বাচন বাংলাদেশে সংবিধান অনুযায়ী সময়মতোই হবে। এখনো নির্বাচনের যথেষ্ট সময় রয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী যে দিকনির্দেশনা দিচ্ছেন তা চলছে। আওয়ামী লীগের কাউন্সিল হয়েছে। নতুন নেতৃত্ব আসছে। তাঁদের নেতৃত্বে আওয়ামী লীগ দেশে একটি সুন্দর নির্বাচন উপহার দেবে।’
স্বরাষ্ট্রমন্ত্রী আরো বলেন, ‘সাধারণ মানুষ কেউ জঙ্গিবাদ আর সন্ত্রাস পছন্দ করে না। মানুষ এই জঙ্গিবাদের বিরুদ্ধে ঘুরে দাঁড়িয়েছে বলেই সরকার দেশে জঙ্গিবাদ সন্ত্রাস দমন করতে পেরেছে। এই সন্ত্রাস বা জঙ্গিবাদ ভবিষ্যতে এ দেশের জন্য হুমকির মুখোমুখি হয়ে দাঁড়াবে না।’
এই সময় সংসদ সদস্য তালুকদার আব্দুল খালেক, বেগম মুন্নুজান সুফিয়ান , মিজানুর রহমান, খুলনার বিভাগীয় কমিশনার মো. আবদুস সামাদ, উপমহাপরিদর্শক (ডিআইজি) মনিরুজ্জামান, র্যাব ৬-এর অধিনায়ক খন্দকার রফিকুল ইসলাম, জেলা প্রশাসক নামজুল আহসানসহ জেলা ও মহানগর আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী দুদিনের সফরে সুন্দরবনের রাস মেলায় যোগদান করেন। আজ দুপুরে ঢাকা যাওয়ার পথে খুলনা সার্কিট হাউসে যাত্রা বিরতি করেন।