‘নির্যাতিতকে নয়, রাষ্ট্র রাজনীতির সুরক্ষা দিচ্ছে অত্যাচারীকে’
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর, গাইবান্ধাসহ দেশের বিভিন্ন স্থানে সাম্প্রদায়িক হামলায় উদ্বেগ প্রকাশ করেছে ধর্মীয়-জাতিগত সংখ্যালঘু জনগোষ্ঠীর সংগঠনগুলোর জাতীয় সমন্বয় কমিটি।
আজ বৃহস্পতিবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বিষয়টি নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কমিটির প্রধান সমন্বয়ক অ্যাডভোকেট রানা দাশগুপ্ত বলেন, ‘নির্যাতিতকেনয়, রাষ্ট্র রাজনীতির সুরক্ষা দিচ্ছে অত্যাচারীকে।’
ওই সংবাদ সম্মেলনে দেশের বিভিন্ন স্থানে সংখ্যালঘুদের ওপর হামলার বিষয়টি তুলে ধরে এসব ঘটনার তীব্র প্রতিবাদ জানানো হয়। সংখ্যালঘুদের ওপর হামলার ঘটনাগুলোতে সরকার আদতে কোনো ব্যবস্থা গ্রহণ করছে না উল্লেখ করে রানা দাশগুপ্ত জাতীয় ঐকমত্যের ভিত্তিতে সাম্প্রদায়িক সহিংসতা নিরসনের দাবি জানান।
এ সময় অবিলম্বে সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়ন করা, বিশেষ ক্ষমতা আইন ও সন্ত্রাস দমন আইন প্রয়োগের মাধ্যমে সন্ত্রাসীদের শাস্তি নিশ্চিত করাসহ চারটি দাবি তুলে ধরা হয়।
সংবাদ সম্মেলনে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রানা দাশগুপ্ত বলেন, ‘আমরা বলতে বাধ্য হচ্ছি যে নির্যাতিতকে নয়, রাষ্ট্র রাজনীতির সুরক্ষা দিচ্ছে অত্যাচারীকে। রাজনীতিবিদ ও রাষ্ট্রযন্ত্র প্রকৃতপক্ষে যে আন্তরিক, যদি তারা জাতীয় ঐকমত্যের ভিত্তিতে সাম্প্রদায়িক সহিংসতা নিরসনে অভিন্ন রাজনৈতিক নীতিমালা গ্রহণ করে দেশ ও জাতির সামনে তা ঘোষণা করে। সাম্প্রদায়িক সন্ত্রাসীদের দ্রুততম সময়ে যথাযথ শাস্তি নিশ্চিতের জন্য বিশেষ ক্ষমতা আইন ও সন্ত্রাস দমন আইন প্রয়োগ করতে হবে।’