সাত মামলায় লতিফ সিদ্দিকীর জামিন
ধর্মীয় অনুভূতিতে আঘাত করার সাতটি মামলায় সাবেক ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকীকে ছয় মাসের অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে ওই মামলাগুলোতে কেন স্থায়ী জামিন দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করা হয়েছে।
আজ মঙ্গলবার দুপুরে বিচারপতি নিজামুল হক ও ফরিদ আহমেদের সমন্বয়ে হাইকোর্টের একটি বেঞ্চ শুনানি শেষে এই আদেশ দেন।
লতিফ সিদ্দিকীর পক্ষে শুনানিতে অংশ নেন ব্যারিস্টার জ্যোর্তিময় বড়ুয়া। তিনি এনটিভি অনলাইনকে বলেন, লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে ১৪টি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। তাঁর মধ্যে সাতটি মামলায় হাইকোর্ট ছয় মাসের অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছেন। এসব মামলার মধ্যে পাঁচটি ঢাকায় এবং দুটি নারায়ণগঞ্জে। তবে জামিন হলেও লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে আরো সাতটি মামলার বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। তাই এখনই কারাগার থেকে বের হতে পারছেন না তিনি।
গত ২৮ সেপ্টেম্বর নিউইয়র্কে এক অনুষ্ঠানে পবিত্র হজ ও তাবলিগ জামাত এবং প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ জয়কে নিয়ে বিরূপ মন্তব্য করেন তৎকালীন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী। এ কারণে মন্ত্রিসভা ও দল থেকে তাঁকে অপসারণ করা হয়। পরে দেশে ফেরার পর গত ২৫ নভেম্বর থেকে তিনি কারাগারে আছেন।