আন্দোলনের মাধ্যমে সরকারের পতন ঘটানো হবে : মির্জা ফখরুল
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এটুকু পরিষ্কার, সরকারের শুভবুদ্ধি উদয়ের সম্ভাবনা নেই। জনগণের উত্তাল আন্দোলনের মাধ্যমে সরকারের পতন ঘটানো হবে। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিতে বাধ্য করা হবে।
আজ মঙ্গলবার (৩০ মে) জিয়াউর রহমানের ৪২তম শাহাদৎবার্ষিকী উপলক্ষে শেরে বাংলানগরে তার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে ফখরুল এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, ‘বাংলাদেশ সম্পূর্ণভাবে একদলীয় শাসন ব্যবস্থার যাতাকলে পড়েছে। ভোটাধিকার হরণ করা হয়েছে। সবার কাছে গ্রহণযোগ্য নির্বাচনের জন্য আন্দোলন করা হচ্ছে। মিথ্যা মামলা দিয়ে জনগণের কণ্ঠ স্তব্ধ করার চেষ্টা চলছে। আন্দোলনের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন আদায় করে জনগণের সরকার গঠন করা হবে।’
মির্জা ফখরুল আরও বলেন, ‘আগামীতে আবারও সুষ্ঠু অবাধ নির্বাচন যাতে না হতে পারে সেজন্য সরকার বিএনপির কেন্দ্রীয় নেতাদের সাজা দিচ্ছে। একতরফা কারচুপির নির্বাচনের পথে হাঁটছে সরকার।’
এর আগে মির্জা ফখরুল দলের সিনিয়র নেতাকর্মীদের সঙ্গে নিয়ে জিয়াউর রহমানের সমাধিতে ফুলেল শ্রদ্ধা জানান। উপস্থিত ছিলেন—বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, বিএনপির ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার শাহজাহান ওমর, এজেডএম জাহিদ হোসেন, উপদেষ্টা আমান উল্লাহ আমান, আবদুস সালাম প্রমুখ।