তাপমাত্রা নিয়ন্ত্রণে সবাইকে সচেতন হতে হবে : পরিবেশমন্ত্রী
বর্তমানে তাপমাত্রা বৃদ্ধির জন্য পরিবেশ দূষণ ও শিল্পোন্নত দেশগুলোর অতিমাত্রার কার্বন নিঃসরণকে দায়ী করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মন্ত্রী মো. শাহাব উদ্দিন। তিনি বলেন, ‘তাপমাত্রা নিয়ন্ত্রণে পরিবেশের উন্নয়ন জরুরি। এ লক্ষ্যে সরকার বিভিন্ন ধরনের কর্মসূচি ও পদক্ষেপ নিয়েছে।’
আজ রোববার (৪ জুন) সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে পরিবেশমন্ত্রী এসব কথা বলেন।
‘পরিবেশের উন্নয়নে জনসচেতনতা আরও বাড়াতে হবে’ উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘জনগণ যতদিন সচেতন না হবে, ততদিন পরিবেশের উন্নয়নে কাঙ্ক্ষিত ফল আসবে না।’
মন্ত্রী এ সময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন। এক প্রশ্নের জবাবে শাহাব উদ্দিন বলেন, ‘সরকার সারা দেশে বায়ুদূষণকারী অবৈধ ইটভাটা, কারখানা ও অপরিকল্পিত নির্মাণ কার্যক্রম, কালো ধোঁয়া নির্গমনকারী ও শব্দদূষণকারী যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ অব্যাহত রেখেছে।’
বিশ্ব পরিবেশ দিবস ও পরিবেশ মেলা ২০২৩ এবং জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা ২০২৩ উপলক্ষে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এ সংবাদ সম্মেলনের আয়োজন করে। এতে আরও উপস্থিত ছিলেন—পরিবেশ মন্ত্রণালয়ের উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার, সচিব ড. ফারহিনা আহমেদসহ মন্ত্রণালয় এবং পরিবেশ ও বন অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা।