তত্ত্বাবধায়ক সরকারের বিষয়ে কোনো আপস নেই : মির্জা ফখরুল
তত্ত্বাবধায়ক সরকারের বিষয়ে এবার কোনো আপোষ নেই বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, জনগণকে সঙ্গে নিয়ে দুর্বার আন্দোলন গড়ে তুলে নির্বাচনের আগে শেখ হাসিনা সরকারকে উৎখাত করতে হবে। দেশ বাঁচাতে আন্দোলনের বিকল্প নেই, নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই নির্বাচন দিতে হবে।
মহানগর গঠনের ১৩ বছর পর আজ রোববার (১১ জুন) দুপুরে গাজীপুরে প্রথম বারের মতো বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সেখানে প্রধান বক্তা হিসেবে এসব কথা বলেন মির্জা ফখরুল।
শহরের টেকনগপাড়া এলাকায় সাগর সৈকত কনভেনশন সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে সমবেত হন ৫৭ ওয়ার্ডের নেতারা। সেখানে বিএনপির মহাসচিব নেতাকর্মীদের নানা দিকনির্দেশ দেন। বলেন, ‘যেকোন মূল্যে এবার কারচুপির ভোট প্রতিহত করতে হবে।’
ফখরুল বলেন, ‘আওয়ামী লীগ মিথ্যা কথা বলে এবং জনগণের সঙ্গে প্রতারণা করে। আওয়ামী লীগ মুখে বলবে গণতন্ত্রের কথা, কিন্তু কাজ করবে তার উল্টো। তাই এবার আর কোন ফাঁদে পা দেওয়া নয়, নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের প্রশ্নে কোন আপোষ নেই। আন্দোলন ছাড়া আমাদের কোনো বিকল্প নেই। লড়াই সংগ্রাম করেই আমাদের বিজয় অর্জন করতে হবে। আর তা ফয়সালা হবে রাজপথে।’
বিএনপির মহাসচিব বলেন, ‘দেশের গণতন্ত্র উদ্ধার করতে হলে ঐক্যবদ্ধ লড়াই সংগ্রামের কোনো বিকল্প নেই। জয় আমাদের সুনিশ্চিত। তাই আওয়ামী লীগের আজ কাঁপুনি শুরু হয়ে গেছে। ওরা আবোল তাবোল কথা বলা শুরু করে দিয়েছে। সকালে বলে একটা, আর বিকেলে বলে অন্যটা। কেউ বলে সংগ্রাম চলবে, কেউ বলে সংগ্রাম চলবে না। ইনশা আল্লাহ, সংগ্রাম আর আন্দোলনের মধ্য দিয়েই আওয়ামী লীগকে আমরা পরাজিত করব।’
সম্মেলনে ক্ষমতাসীন আওয়ামী লীগকে উদ্দেশ্য করে ফখরুল বলেন, ‘নিরপেক্ষ নির্বাচন হলে তারা দশটি আসনও পাবে না।’
পরে শওকত হোসেন সরকারকে সভাপতি ও এম মঞ্জুরুল করিম রনিকে সাধারণ সম্পাদক করে গাজীপুর মহানগর বিএনপির নতুন কমিটি ঘোষণা করা হয়।