রাজধানীর মিরপুরে বিএনপি-ছাত্রলীগ সংঘর্ষ
রাজধানীর মিরপুরে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে ছাত্রলীগের সংঘর্ষ চলছে। আজ মঙ্গলবার (১৮ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে মিরপুর বাংলা কলেজের সামনে এ সংঘর্ষ শুরু হয়।
দুপুর সোয়া ১২টার দিকে দারুস সালাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আমিনুল বাসার এনটিভি অনলাইনকে এ তথ্য নিশ্চিত করেছেন।
শেখ আমিনুল বাসার বলেন, ‘সংঘর্ষ চলছে। সেখানে পুলিশ নিয়োজিত রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে।’
স্থানীয় সূত্রে জানা গেছে, বিএনপি নেতাকর্মীরা পদযাত্রার উদ্দেশে জড়ো হয়েছিল। তখন তাদের সঙ্গে মিরপুর বাংলা কলেজ ছাত্রলীগের নেতাকর্মীদের পাল্টাপাল্টি ধাওয়া শুরু হয়। একপর্যায়ে দুপক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ ঘটনায় এখন পর্যন্ত বেশ কয়েকজন আহত হয়েছে। এছাড়া একটি মোটরসাইকেল ও একটি বাইসাইকেলে আগুন দেওয়া হয়েছে।
সর্বশেষ দুপুর ১২টায় দেখা গেছে, বাংলা কলেজ গেটে দুই পক্ষই অবস্থান করছে এবং তাদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া চলছে।