ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ১৩ জন মৃত্যুর রেকর্ড
ভয়াবহ হচ্ছে ডেঙ্গু পরিস্থিতি। একের পর এক ভাঙছে আক্রান্ত ও মৃত্যুর রেকর্ড। সর্বশেষ ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ১৩ জনের মৃত্যু। এ সময় ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এক হাজার ৫৩৩ জন। আজ মঙ্গলবার (১৮ জুলাই) পাওয়া তথ্য বলছে, চলতি বছর ১২৭ জন ডেঙ্গুতে মারা গেছে। এর মধ্যে চলতি মাসেই মারা গেছে ৮০ জন।
আজ স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, সর্বশেষ ২৪ ঘণ্টায় ডেঙ্গু নিয়ে রাজধানী ঢাকার হাসপাতালগুলোয় ভর্তি হয়েছে ৭৭৯ জন। বাকি ৭৫৪ জন ঢাকার বাইরে বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছে। এক দিনে মারা যাওয়া ১৩ জনের মধ্যে ঢাকার বাসিন্দা নয়জন ও ঢাকার বাইরে চারজন।
বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদপ্তর আরও জানিয়েছে, চলতি বছর এখন পর্যন্ত ২৪ হাজার মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে ঢাকায় ১৫ হাজার ৪৭৬ জন ও ঢাকার বাইরে আট হাজার ৫২৪ জন আক্রান্ত হয়েছে।