নেত্রকোনা-৪ আসনে নৌকার মাঝি হতে চান নয় জন
জাতীয় সংসদের ১৬০ (নেত্রকোনা-৪) আসনের সংসদ সদস্য রেবেকা মমিন মারা যাওয়ায় আসনটি শূন্য ঘোষণা করে নির্বাচনের তফসিল দিয়েছে নির্বাচন কমিশন। আসনটিতে ভোট হবে আগামী ২ সেপ্টেম্বর। উপনির্বাচনকে ঘিরে ইতোমধ্যে মনোনয়ন ফরম বিক্রি করছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। এর জন্য মাত্র দুদিনের সময় দিয়েছিল রাজনৈতিক দলটি। এরই মধ্যে নৌকার প্রার্থী হতে মনোনয়নপত্র কিনেছেন নয়জন।
আওয়ামী লীগের কেন্দ্রীয় দপ্তর থেকে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে।
মনোনয়ন প্রত্যাশীরা হলেন- আওয়ামী লীগের প্রাথমিক সদস্য ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক সিনিয়র সচিব সাজ্জাদুল হাসান, শিল্প ও বাণিজ্য বিষয়ক উপকমিটির সাবেক সদস্য মমতাজ হুসেন চৌধুরী, মোহনগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান শহীদ ইকবাল, মদন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মো. হাবিবুর রহমান, আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক উপকমিটির সদস্য ও সাবেক ছাত্র নেতা শফি আহমেদ, সংস্কৃতি বিষয়ক উপকমিটির সাবেক সদস্য গোলাম বাকী চৌধুরী, শ্রম ও জনশক্তি বিষয়ক উপকমিটির সাবেক সদস্য এম মনজুরুল হক, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সদস্য আলী আতহার খান এবং ধর্ম বিষয়ক উপকমিটির সাবেক সদস্য রোমান মিয়া।
গত ১১ জুলাই বার্ধক্যজনিত কারণে মারা যান রেবেকা মমিন (৭৬)। দীর্ঘদিন ধরে নানা রোগে ভুগছিলেন তিনি। টানা তিন মেয়াদে সংসদে মদন-মোহনগঞ্জ-খালিয়াজুরী আসনের ভোটারদের প্রতিনিধিত্ব করা রেবেকা মমিন প্রথমবার সংসদ সদস্য হন ২০০৮ সালের নির্বাচনে। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হিসেবেও তিনি দায়িত্ব পালন করেছেন।
রেবেকা মমিনের মৃত্যুতে শূন্য হওয়া নেত্রকোনা-৪ আসনে আগামী ২ সেপ্টেম্বর সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ভোট অনুষ্ঠিত হবে ব্যালটে। নির্বাচনটি সিসিটিভিতে পর্যবেক্ষণ করা হবে না।
উপনির্বাচনের ঘোষিত তফসিল অনুযায়ী, ২৪ জুলাই পর্যন্ত মনোনয়নপত্র দাখিল করতে পারবেন আগ্রহীরা। মনোনয়নপত্র বাছাই হবে ২৫ জুলাই এবং মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে ৩১ জুলাই পর্যন্ত।