বিএনপির মহাসমাবেশ গোলাপবাগ মাঠে করতে আলোচনা
এক দফা দাবিতে আগামীকাল বৃহস্পতিবার ঢাকার নয়াপল্টনে মহাসমাবেশ করার পরিকল্পনা করছে বিএনপি। তবে, ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) চায় বিএনপি রাজধানীর গোলাপবাগ মাঠে মহাসমাবেশ আয়োজন করুক।
আজ বুধবার (২৬ জুলাই) বিষয়টি এনটিভি অনলাইনকে নিশ্চিত করেছেন ডিএমপির জনসংযোগ শাখার উপকমিশনার (ডিসি) ফারুক হোসেন।
এ প্রসঙ্গে ফারুক হোসেন বলেন, ‘সমাবেশের জন্য মোট নয়টি রাজনৈতিক দল আবেদন করেছে ডিএমপির কাছে। সব দলই প্রায় কাছাকাছি স্থানে সমাবেশের আয়োজন করতে চায়। এতে করে জনভোগান্তি বাড়বে। ফলে, সবাইকে এক স্থানে সমাবেশ করতে দেওয়াটা ঝামেলার।’
ডিসি ফারুক হোসেন বলেন, ‘ডিএমপির পক্ষ থেকে আলোচনা তোলা হয়েছে বিএনপি যেন রাজধানীর গোলাপবাগ মাঠে মহাসমাবেশ আয়োজন করে। এসব নিয়ে আলোচনা চলছে। সিদ্ধান্ত হয়নি কিছু। রাত ১০টার মধ্যে সিদ্ধান্ত হয়ে যাবে।’
অন্যদিকে, ডিএমপির আরেক ঊর্ধ্বতন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, বিএনপিকে পরামর্শ দেওয়া হয়েছে যেন গোলাপবাগ মাঠে মহাসমাবেশের আয়োজন করা হয়। তবে, চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি এখনও।
এদিকে, বিএনপির মিডিয়া শাখার কর্মকর্তা শায়রুল কবির খান এনটিভি অনলাইনকে বলেছেন, ‘এ ব্যাপারে আমি কিছুই জানি না।’