পাবনায় পৌর বিএনপির কার্যালয়ে হামলা, আহত ১৫
পাবনার সাঁথিয়ায় পৌর বিএনপির কার্যালয়ে আওয়ামী লীগের হামলায় পৌর বিএনপির সদস্য সচিবসহ ১৫ জন আহত হয়েছে। আজ শনিবার (২৯ জুলাই) সকাল ১০টায় এ হামলার ঘটনা ঘটে।
বিএনপির নেতাকর্মীরা জানায়, সাঁথিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তপন হায়দার সান ও পৌর মেয়র মাহবুবুল আলম বাচ্চুর নেতৃত্বে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে কার্যালয়ে হামলা চালিয়ে ভাঙচুর ও বেদম মারপিটে পৌর বিএনপির সদস্য সচিব সিরাজুল ইসলাম সিরাজসহ অন্তত ১৫ জন গুরুতর আহত হয়েছেন। আহতদের সাঁথিয়া উপজেলা হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। এ সময় পৌর বিএনপির কার্যালয় পাশাপাশি দোকানপাট ভাঙচুর ও লুটপাটের অভিযোগ করেন বিএনপির নেতারা।
উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও পৌর বিএনপির সদস্য সচিবের ভাই মিরাজুল ইসলাম জানান, আজ সকাল ১০টার দিকে দলীয় কার্যালয়ে নেতাকর্মীদের নিয়ে বসেছিলেন সদস্য সচিব সিরাজুল ইসলাম সিরাজ। এ সময় সাঁথিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তপন হায়দার সান, পৌর মেয়র মাহবুবুল আলম বাচ্চুর নেতৃত্বে তাদের ক্যাডার বাহিনী ও যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করে।
এ সময় পৌর বিএনপির সদস্য সচিব মো. সিরাজুল ইসলাম মল্লিকসহ অন্তত ১৫ জন আহত হয়। এ সময় লুটপাট করা হয় বিএনপিনেতা মতিনের দোকান ও যুবদলের যুগ্ম আহ্বায়ক মেহেদুলের মল্লিক ফার্মেসিতে। দোকানপাট ভাঙচুর ও লুটপাটের মহোৎসব করে তারা। অন্য আহতরা হলেন ৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি রহম আলী, সাবেক ৭নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক জয়নাল, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক মেহেদুল ইসলাম ৬নং ওয়ার্ড বিএনপিনেতা মতিন, তাঁর ছেলে খোকন ও শ্রমিকনেতা নজরুল ব্যাপারী প্রমুখ।
এ ব্যাপারে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তপন হায়দার সানের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও কথা বলা সম্ভব হয়নি।
সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম দুই পক্ষের সংঘর্ষের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘পরিবেশ এখন শান্ত রয়েছে। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব।’