আ.লীগের সোমবারের শান্তি সমাবেশ বাতিল, চলবে বিক্ষোভ
রাজধানীর আগারগাঁওয়ে আগামীকাল সোমবার (৩১ জুলাই) আওয়ামী লীগের শান্তি সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও সেটি বাতিল করা হয়েছে। এর পরিবর্তে থানায় থানায় বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করা হবে।
আজ রোববার (৩০ জুলাই) ঢাকা উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান এনটিভি অনলাইনকে এ তথ্য নিশ্চিত করেছেন।
ঢাকা উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান বলেন, ‘পুরোনো বাণিজ্যমেলার মাঠ ব্যবহারে অনুপযোগী হওয়ায় শান্তি সমাবেশের পরিবর্তে থানায় থানায় বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালনের সিদ্ধান্ত নিয়েছি। সেটা আজ রোববার ও আগামীকাল সোমবার হবে।’