আ.লীগ ইসিতে হিসাব জমা দেবে কাল
আওয়ামী লীগ আগামীকাল সোমবার (৩১ জুলাই) নির্বাচন কমিশনে দলীয় হিসাব জমা দেবে। আজ রোববার দলটির দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়ার সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আওয়ামী লীগের একটি প্রতিনিধি দল আগামীকাল দুপুর ২টায় নির্বাচন কমিশন সচিবালয়ে ২০২২ পঞ্জিকা বছরের নিরীক্ষিত হিসাব প্রতিবেদন দাখিল করবে।