প্রতিবাদ সমাবেশে যা বলছেন বিএনপির নেতারা
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমানকে সাজা দেওয়ার প্রতিবাদে আজ শুক্রবার (৪ আগস্ট) বিকেলে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শুরু হয়েছে বিএনপির সমাবেশ।
আজকের প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সভাপতিত্ব করছেন ঢাকা মহানগর বিএনপি উত্তরের আহ্বায়ক আমান উল্লাহ আমান। সমাবেশ সঞ্চালনায় রয়েছেন ঢাকা মহানগর বিএনপি উত্তরের সদস্য সচিব আমিনুল হক এবং ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব তানভীর আহমেদ রবিন।
প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখছেন বিএনপির জ্যেষ্ঠ নেতারা। তাদের বক্তব্যে সারসংক্ষেপ তুলে ধরা হলো-
মির্জা আব্বাস
তারেক রহমান এবং জুবাইদা রহমানের সাজার প্রতিবাদ জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, ‘বিএনপির নেতারা যাতে নির্বাচন করতে না পারে এই জন্য সাজা দেওয়া হয়েছে। এই রায় জনগণ মানে না। আমরা এই সরকারকে প্রতিহত করব।
বিএনপির নেতা সালাহ উদ্দিন আহমেদকে আটকের প্রতিবাদ জানিয়ে তিনি বলেন, ‘কোর্ট থেকে জামিনের পরও সালাহ উদ্দিন সাহেব রেহাই পেলেন না।’
গয়েশ্বর চন্দ্র রায়
বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, ‘জনগণ শেখ হাসিনাকে সময় দিতে চায় না। শেখ হাসিনাকে বিদায় দিন। শেখ হাসিনা ক্ষমতায় থাকলে দেশের ১৮ কোটি মানুষ মারা যাবে। দেশের অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছে আওয়ামী লীগ।’
ড. আব্দুল মঈন খান
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান বলেছেন, ‘সরকার কথায় কথায় সংবিধানের কথা বলে। ভুয়া ভোটের মাধ্যমে সংসদ গঠন করেছে। আজকে আওয়ামী লীগ সংসদকে ধ্বংস করেছে।’
ড. মঈন খান বলেন, ‘তারেক রহমান এবং জুবাইদা রহমানের বিরুদ্ধে ফরমায়েসী রায় দিয়েছে। কাজেই আমরা প্রতিবাদ করছি। যতদিন না এই সরকারের পদত্যাগ হবে ততদিন প্রতিবাদ চলবে। এই সরকারের পতন ঘটিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করবো আমরা।’