আ.লীগের তৃণমূল নেতাদের নিয়ে বিশেষ বর্ধিত সভা আজ
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তৃণমূল পর্যায়ের নেতা ও দলীয় জনপ্রতিনিধিদের সঙ্গে সভা করতে যাচ্ছেন আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ রোববার (৬ আগস্ট) সকাল সাড়ে ১০টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এই বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হবে।
সভায় দলটির উপদেষ্টা পরিষদ, জাতীয় পরিষদ, কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ, জেলা, মহানগর, উপজেলা, থানা ও পৌর আওয়ামী লীগের নেতারা অংশ নেবেন। এছাড়া দলীয় সংসদ সদস্য, জেলা ও উপজেলা পরিষদের চেয়ারম্যান, সিটি করপোরেশন ও পৌরসভার মেয়রদের উপস্থিত থাকার কথা রয়েছে।
আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া এনটিভি অনলাইনকে বলেন, ‘করোনাভাইরাসের প্রকোপ থাকার কারণে দীর্ঘদিন ধরে প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুকন্যা তৃণমূলের নেতাদের সঙ্গে দেখা করতে পারেননি। রোববার তিনি সবার কথা শুনবেন এবং তাদের সঙ্গে কথা বলবেন।’
গত ২০ জুলাই বৃহস্পতিবার এ সংক্রান্ত চিঠি আওয়ামী লীগের জেলা পর্যায়ে পাঠানো হয়েছে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের স্বাক্ষরিত ওই চিঠিতে বলা হয়, আগামী ৬ আগস্ট আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে দলের এক বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রী ও দলের সভাপতি শেখ হাসিনা।
জেলা ও মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকদেরকে সভায় অংশ নেওয়ার জন্য নেতাদের নামের তালিকা আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয়ে পাঠানোর জন্য বলা হয়।