হাসপাতালে মাকে দেখে ফেরার পথে প্রাণ গেল ছেলের
বরিশালের একটি হাসপাতালে ভর্তি মা। চিকিৎসাধীন মাকে দেখতে হাসপাতালে যান মাদ্রাসা শিক্ষক ছেলে মনিরুল ইসলাম। তবে, মাকে দেখে কর্মস্থলে ফেরার পথে সড়কে প্রাণ গেছে ৫০ বছর বয়সী ওই ছেলের। একই দুর্ঘটনায় মাদ্রাসা ছাত্রসহ আরও চারজন আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে বরিশাল সদর উপজেলার চাঁদেরহাট সংলগ্ন সড়কে।
সোমবার (৭ আগস্ট) গভীর রাতে দুর্ঘটনাটি ঘটলেও আজ মঙ্গলবার (৮ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন।
নিহত মনিরুল ইসলাম চরমোনাই জামিয়া রশিদিয়া ইসলামিয়া মাদ্রাসার গণিতের শিক্ষক ছিলেন। তার বাড়ি বরগুনা জেলার আমতলী উপজেলায়। চাকরি সূত্রে তিনি চরমোনাই এলাকায় থাকতেন।
আহতরা হলেন- থ্রি-হুইলার অটোরিকশার চালক মাহাবুব, চরমোনাই মাদ্রাসার ছাত্র আল আমিন, সায়েম হোসেন ও ইমাম হোসেন। এর মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। তারা বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
প্রত্যক্ষদর্শীদের বরাতে চরমোনাই ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য সৈয়দ শীষ মুহাম্মদ মামুন জানান, বেলতলা খেয়াঘাট থেকে যাত্রীবাহী থ্রি-হুইলার মাহিন্দ্রায় ওঠেন মনিরুল। যানটি চাঁদেরহাট এলাকায় পৌঁছালে সড়কের পাশে থাকা একটি রেইনট্রি গাছ যানটির ওপর উপড়ে পড়ে। এতে ঘটনাস্থলেই নিহত হন মাদ্রাসা শিক্ষক মনিরুল। স্থানীয়দের সহযোগিতায় পুলিশ ও ফায়ার সার্ভিস আহতদের উদ্ধার করে। পরে, গুরুতর আহত দুজনকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
আনোয়ার হোসেন বলেন, ‘নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্ত করা হয়েছে। চরমোনাই জামিয়া রশিদিয়া ইসলামিয়া মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল আব্দুল কুদ্দুসের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে। এই ঘটনায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।’