একদফার আন্দোলনের সুনামিতে সরকার ভেসে যাবে : মোস্তাফিজুর রহমান
বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান বলেছেন, আওয়ামী লীগ এখন দেশের মানুষের কাছে দুঃস্বপ্নের নাম। তাদেরকে ক্ষমতায় রাখা যাবে না। এই সরকার একদফার চূড়ান্ত আন্দোলনের সুনামির ধাক্কায় ভেসে যাবে।
আজ শুক্রবার (১১ আগস্ট) দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে নির্দলীয় সরকারের একদফা দাবিতে গণমিছিলের আগে এক সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন লেবার পার্টির চেয়ারম্যান।
মোস্তাফিজুর রহমান ইরান বলেন, ‘কোনোভাবেই আওয়ামী লীগ সরকারকে ক্ষমতায় রাখা যাবে না। এরা নিজেদের স্বার্থে দেশকে বিক্রি করে দিচ্ছে। দেশকে রক্ষা করা আমাদের সবার ঈমানি দায়িত্ব। আমরা তো এখনও আন্দোলন শুরু করিনি। তাতেই সরকারের লোকেরা বলে, তারা নাকি ধাক্কা দিলে পড়বে না। আমরা বলব—কত বড় ধাক্কা লাগবে? তুফানের সঙ্গে কিন্তু সুনামিও আসে। দরকার হলে আমরা সবাই মিলে সেটাও তৈরি করব। একদফার চুড়ান্ত আন্দোলনের সুনামির ধাক্কায় এই সরকার ভেসে যাবে।’
লেবার পার্টির চেয়ারম্যান বলেন, ‘একদফার আন্দোলনের অলআউট কর্মসূচি শুরু হলে সরকার পদত্যাগ করতে বাধ্য করা হবে। আমরা কেবল আন্দোলন শুরু করেছি। কঠোর আন্দোলন আসতেছে। কোনোভাবেই এই সরকার থাকতে পারবে না। দেশ ও জনগণের অধিকার রক্ষা এবং জনগণকে বাঁচাতে যা কিছু করা দরকার, সবকিছু করা হবে।’
গণমিছিলটি জাতীয় প্রেসক্লাব থেকে শুরু হয়ে হাইকোর্ট, তোপখানা রোড, সচিবালয়, পল্টন মোড়, বিজয়নগর পানির ট্যাংকি হয়ে নয়াপল্টনে লেবার পার্টির কার্যালয়ে এসে শেষ হয়।
মহানগর লেবার পার্টির সভাপতি এস এম ইউসুফ আলীর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন মানবাধিকার সংরক্ষণ সংস্থার চেয়ারম্যান অ্যাডভোকেট জহুরা খাতুন জুঁই, ভাইস চেয়ারম্যান মো. মোসলেম উদ্দিন, আমিনুল ইসলাম আমিন, মুক্তিযোদ্ধা দলের সহসভাপতি শহিদুল ইসলাম চৌধুরী মিলন ও লেবার পার্টির যুগ্ম মহাসচিব নুরুল ইসলাম সিয়ামসহ আরও অনেকে।