দেশের ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যাচ্ছে : ডা. রফিকুল ইসলাম
বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম বলেছেন, গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করা যাচ্ছে যে, দেশের ডেঙ্গু জরের পরিস্থিতি সামগ্রিকভাবে নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। শুধু স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এ বছরে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তির সংখ্যা ৭৫ হাজারের বেশি এবং মৃত্যু সাড়ে তিন শতাধিক। গত এক সপ্তাহের মৃত্যু প্রায় শতাধিক, যার বেশিরভাগই ঢাকায়। ঢাকাসহ দেশের সব হাসপাতালগুলোতে ডেঙ্গুরোগী ব্যবস্থাপনায় ডাক্তারগণ রীতিমতো হিমশিম খাচ্ছেন।
রফিকুল বলেন, ‘দেশের হাসপাতাল গুলোতে শয্যাসংকট থাকায় রোগীর স্বজনরা রোগী ভর্তির জন্য এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে ছুটোছুটি করছেন। হাসপাতালে ভর্তি হতে না পেরে অনেকেই বাসায় অবস্থান করে চিকিৎসা নিচ্ছেন। হাসপাতালগুলোতে দেখা দিয়েছে স্যালাইন সংকট এবং অসাধু ব্যাবসায়ীরা এর সুযোগ নিচ্ছে, বরাবরের মতোই সরকার ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে।’
আজ শুক্রবার (১১ আগস্ট) গণমাধ্যমে পাঠানো এক বার্তায় রফিকুল এসব কথা বলেন। তিনি আরও বলেন, ‘যখন অনেকেই বর্ষা মৌসুমের পূর্বেই এডিস মশার লার্ভা নিধনের পরামর্শসহ ডেঙ্গু নিয়ন্ত্রণের জন্য কিছু সুনির্দিষ্ট পরামর্শ দিয়েছিল, সরকার তাতে বিন্দুমাত্র কর্ণপাত না করে বরং বিরোধীদলীয় কর্মীদের নিধনেই বেশি ব্যস্ত ছিল। যে কারণে এবার ডেঙ্গু ঢাকাসহ প্রায় সবগুলো জেলায় ছড়িয়ে পড়ে। শোনা যায়, নিম্ন মানের কীটের কারণে রোগ নির্ণয় পর্যন্ত সঠিকভাবে সম্ভব হচ্ছে না।’
রফিকুল ইসলাম বলেন, ‘স্বাস্থ্য, স্থানীয় সরকার ও স্বরাষ্ট্র—এই তিন মন্ত্রণালয়কে নিয়ে সমন্বিত টাস্কফোর্স গঠন করে ডেঙ্গুপরিস্থিতি মোকাবিলা ও প্রতিরোধ কার্যক্রম বেগবান করতে হবে। বিশেষজ্ঞ প্যানেল গঠন করে তাদের মতামতকে গুরুত্ব দিয়ে তা দ্রুত বাস্তবায়ন করা উচিত। অন্যথায়, ভবিষ্যতে আমাদেরকে বিপদজনক পরিণাম বরণের জন্য প্রস্তুত থাকতে হবে।’