দিনাজপুরে ট্রেনের ধাক্কায় দাদি-নাতনি নিহত
দিনাজপুরের পার্বতীপুরে তিলাই নদীর উপর রেলসেতু পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় দাদি ও নাতনির মৃত্যু হয়েছে। আজ শনিবার (১৯ আগস্ট) সকাল সাড়ে দশটার দিকে পার্বতীপুর রেলসেতুতে এই দুর্ঘটনা ঘটে।
নিহতদের একজনের নাম মর্জিনা বেগম (৬০)। তিনি চিরিরবন্দর উপজেলার নশরতপুর গ্রামের মৃত মজিদ আলীর স্ত্রী। আর অন্যজন একই গ্রামের সাথীয়ার রহমানের মেয়ে সাথী (৮)।
জানা গেছে, মর্জিনা বেগম তার নাতনি সাথীকে নিয়ে পার্বতীপুর পৌরসভায় নামাপাড়া এলাকায় মেয়ের জামাই মৃত হাসান আলীর বাড়িতে বেড়াতে এসেছিলেন। সেখান থেকে ফেরার পথে সাত-আটজনের একটি দল রেলওয়ের সেতু পারাপারের সময়
ঢাকাগামী দ্রুতযান এক্সপ্রেস ট্রেন সেতুতে চলে আসে। এ সময় সবাই রেলওয়ে সেতু থেকে নেমে পড়লেও মর্জিনা বেগম ও সাথী ঝুঁকি নিয়ে রেলসেতুতে থেকে যান। পরে ট্রেনের ধাক্কায় তারা সেতু থেকে রেল লাইনে ছিটকে পড়ে মারা যান।
দুর্ঘটনার খবর পেয়ে প্রথমে পার্বতীপুর রেলওয়ে পুলিশ ও পরে দিনাজপুর রেলওয়ে থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের কাছে হস্তান্তর করে।
দিনাজপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এরশাদ হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, এ ব্যাপারে একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা হয়েছে।
এলাকাবাসী জানায়, তিলাই নদীর উপরে সেতুটি দিয়ে পারাপার ঝুঁকিপূর্ণ হওয়ায় প্রায়ই দুর্ঘটনার শিকার হচ্ছেন পথচারীরা। রেলওয়ে কর্তৃপক্ষের কাছে এলাকাবাসী সেতুর পাশ দিয়ে একটি ফুট ব্রিজ স্থাপনেরও দাবি জানায়।