সাভারে ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি, যুবলীগ নেতা মামুন গ্ৰেপ্তার
সাভারে এক ব্যবসায়ীর কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে সাভারে মামুন হোসেন নামে এক যুবলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ বৃহস্পতিবার (৩১ আগস্ট) ভোরে সাভার মডেল থানার উপপরিদর্শক মওদুদ কামালের নেতৃত্বে পুলিশের একটি দল নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার মামুন হোসেনের বাড়ি তেঁতুলঝোড়া গ্রামে। তিনি সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়ন যুবলীগের সহসভাপতি।
চাঁদা দাবির ঘটনায় যুবলীগ নেতা মামুন হোসেনকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা।
স্থানীয়রা জানান, মামুন হোসেন ওরফে নোয়াখাইল্লা মামুনের বিরুদ্ধে রাজনৈতিক পরিচয় ব্যবহার করে চাঁদাবাজিসহ নানান অভিযোগ রয়েছে।
পুলিশ জানায়, শহিদুল ইসলাম নামের এক ব্যবসায়ীর কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করেন মামুন। চাঁদা না পেয়ে তার উন্নয়ন প্রকল্পের কাজ বন্ধ করে দেন এবং মূল্যবান মালামাল লুট করেন। এ অভিযোগে ভুক্তভোগী ব্যবসায়ী সাভার মডেল থানায় বুধবার দিনগত রাতে মামলা দায়ের করলে পুলিশ মামুনকে গ্রেপ্তার করে।