ডেঙ্গুতে প্রাণ গেল তরুণ অভিনেত্রীর
ডেঙ্গুতে প্রাণ গেল তরুণ অভিনেত্রী নিশাত আরা আলভিদার। গতকাল বৃহস্পতিবার (৩১ আগস্ট) শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
পারিবারিক সূত্রে জানা গেছে, চার দিন আগে হঠাৎই জ্বরে আক্রান্ত হন ১৯ বছরের নিশাত। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসক হাসপাতালে ভর্তির পরামর্শ দেন। তার প্লাটিলেট কমতে থাকে। অবশ্য একদিনের মাথায় প্লাটিলেট আবার বাড়তে থাকে। কিছুটা সুস্থ বোধ করায় বাসায় চলে আসেন। কিন্তু শেষ রক্ষা হয়নি। বৃহস্পতিবার সকাল ৮টার দিকে নিশাত বাসাতেই মারা যান।
গতকালই নিশাতের মরদেহ নাটোরে নিয়ে যাওয়া হয়। নাটোরের হাফ রাস্তা এলাকার কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়েছে।
নিশাতের বেড়ে ওঠা নাটোর জেলায়। সেখান থেকে এসএসসি পাস করেন। নাটোরেই একটি কলেজে ভর্তি হয়ে তিনি ঢাকায় চলে আসেন। থাকতেন মায়ের সঙ্গে।
এইচএসসি পরীক্ষার্থী ছিলেন নিশাত। সর্বশেষ তিনি অ্যাকাউন্টিং পরীক্ষা দিয়েছেন। এরপর আর কোনো পরীক্ষায় অংশ নিতে পারেননি।
নিশাত কাজ করেছেন বেশ কিছু শর্ট ফিল্ম ও নাটকে। দীর্ঘ দুই বছর চেষ্টার পর সম্প্রতি একটা নাটকের মূল চরিত্রে সুযোগ পেয়েছিলেন এই অভিনেত্রী।