নাজিরাবাজারে আগুন, পুড়ে গেছে দুই দোকান
রাজধানীর পুরান ঢাকার নাজিরাবাজার এলাকায় আগুন লেগে দুটি দোকান পুড়ে গেছে। আজ শুক্রবার (১ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে এ অগ্নিকাণ্ড ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। সন্ধ্যায় ফায়ার সার্ভিস সদর দপ্তরের গণমাধ্যম শাখার কর্মকর্তা আনোয়ারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
আনোয়ারুল ইসলাম বলেন, শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে নাজিরাবাজার হানিফ বিরিয়ানির পাশে ছোট দুটি দোকানে আগুন লাগে। খবর পেয়ে সিদ্দিকবাজার ফায়ার স্টেশন থেকে দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে অগ্নি নির্বাপণে কাজ শুরু করে। পরে বেলা ১১টা ৩৬ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। ১১টা ৪০ মিনিটে আগুন পুরোপুরি নির্বাপণ করা হয়।
আনোয়ারুল ইসলাম আরও বলেন, প্রাথমিকভাবে জানা গেছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। আগুনে দুই দোকানের অনেক মালামাল পুড়ে প্রায় এক লাখ টাকার ক্ষতি হয়েছ। তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।