ডেঙ্গু নিধনে সিটি করপোরেশনের অ্যাকশন চাই, বললেন স্বাস্থ্যমন্ত্রী
মশা না কমলে ডেঙ্গু কমবে না বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক। একইসঙ্গে তিনি বলেছেন, অধিকাংশ ক্ষেত্রে চিকিৎসা নিতে দেরি করায় ডেঙ্গু আক্রান্ত রোগীর মৃত্যু হচ্ছে। ডেঙ্গু নিধনে অ্যাকশন নিতে হবে সিটি করপোরেশনকে, আমরা সেই অ্যাকশন দেখতে চাই।
আজ সোমবার (৪ সেপ্টেম্বর) চীনের সিনভ্যাক বায়োটেক থেকে ২০ হাজার ডেঙ্গু টেস্টিং কিটস উপহার হিসেবে হস্তান্তর অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘প্রতিটি মৃত্যু বেদনাদায়ক, কিন্তু চিকিৎসা নিতে দেরি করে আসলে করার কিছু থাকে না। ডেঙ্গু চিকিৎসায় ঘাটতি রাখা হয়নি। স্যালাইনের সঙ্কট সরকারি হাসপাতালে নেই। ডেঙ্গু সিটি করপোরেশন কমলেও জেলা শহরে বেড়েছে।’ তিনি বলেন, ‘মশা না কমলে ডেঙ্গু কমবে না। যে সব জায়গা থেকে এডিস মশার বিস্তার হচ্ছে, সেই স্থানগুলোতো পরিষ্কার পরিচ্ছন্নতার ঘাটতি আছে। যে ওষুধ মশা নিধনে ব্যবহার হচ্ছে তা সঠিক মানের হতে হবে।’
বছরজুড়ে ডেঙ্গুর বিরুদ্ধে কাজ করতে হবে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘ডেঙ্গু নিধনে অ্যাকশন নিতে হবে সিটি করপোরেশনকে, আমরা সেই অ্যাকশন দেখতে চাই। মশা বেড়ে গেলে তো কাজ করে লাভ নেই। বছর জুড়ে মশা নিধনে কাজ করতে হবে।