ডেঙ্গু প্রতিরোধে মাঠে নামছে থিংক গ্রুপ, সঙ্গে আছে ‘মশার মেশিন’
রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে বেড়েই চলেছে ডেঙ্গু। এতে তৈরি হচ্ছে নানা সংকট। সেই সব সংকট নিরসনে ও মশাবাহিত রোগ প্রতিরোধে সচেতনতামূলক কার্যক্রম নিয়েছে বাংলাদেশি রিসার্চ এবং ডেভেলপমেন্ট কোম্পানি থিংক গ্রুপ। ‘শিখবো, মানবো, মশাকে হারাবো’ স্লোগানে তারা শুরু করেছে ক্যাম্পেইন। নিজেদের উদ্ভাবিত ‘মশার মেশিন’ আছে তাদের সঙ্গে।
জনস্বাস্থ্য-নিরাপত্তায় বধ্যপরিকর থিংক গ্রুপের এই কার্যক্রমের লক্ষ্য—স্কুলের কোমলমতি শিশু, কল-কারখানার শ্রমিক-কর্মচারী এবং সাধারণ মানুষের মধ্যে মশাবাহিত রোগের প্রতিরোধ ও প্রতিকার সম্পর্কে সচেতনতা সৃষ্টি করা।
থিংক গ্রুপ তাদের করপোরেট সোশ্যাল রেসপন্সবিলিটি কার্যক্রমের অংশ হিসেবে এই ক্যাম্পেইনটি পরিচালনা করছে। ক্যাম্পেইনটির সহযোগী হিসেবে ব্যবহার করা হয়েছে বাংলাদেশে প্রস্তুতকৃত থিংকের পরিবেশবান্ধব মশা নিরোধক যন্ত্র—মশার মেশিন।
আজ সোমবার (১১ সেপ্টেম্বর) গ্রুপটি ঢাকা উত্তরার রিভারউডস স্কুলে তাদের কর্মসূচির উদ্বোধন করেছে। আগামীকাল থেকে নিজেদের অর্থায়নে কয়েক মাসব্যাপী ঢাকার অন্যান্য স্থানেও চলবে এই কার্যক্রম।