রাজধানীর লালবাগে আগুন, নিয়ন্ত্রণে আট ইউনিট
রাজধানীর লালবাগে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। লালবাগ কেল্লার পাশে আল-মাদিনা মার্কেটে অগ্নিকাণ্ডের এই ঘটনায় আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট কাজ করছে।
বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ এনটিভি অনলাইনকে বলেন, ‘আমরা ১টা ৩৫ মিনিটে আগুন লাগার খবর পাই। দ্রুত ঘটনাস্থলে কয়েকটি ইউনিট পাঠানো হয়। বর্তমানে সেখানে আটটি ইউনিট কাজ করছে।’
আগুনের এই ঘটনায় এখন পর্যন্ত হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি।