বিএনপি অবৈধ রাজনৈতিক দল : ওবায়দুল কাদের
বিএনপিকে অবৈধ রাজনৈতিক দল হিসেবে আখ্যা দিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। পাশাপাশি দলটির রাজনীতি বিদেশি প্রভুদের কৃপা নির্ভর বলেও মন্তব্য করেছেন তিনি। আজ সোমবার (২ অক্টোবর) দুপুরে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এসব মন্তব্য করেন ওবায়দুল কাদের।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘বিএনপি কখনও জনকল্যাণ ও মানুষের অধিকার প্রতিষ্ঠা এবং ভাগ্যোন্নয়নের রাজনীতি করেনি। সেজন্য বিএনপির রাজনীতি বিদেশি প্রভুদের কৃপা নির্ভর। জনগণ, গণতন্ত্র ও কল্যাণকর রাজনীতির প্রতি বিএনপির ন্যূনতম বিশ্বাস থাকলে এদেশের গণতন্ত্রে কোনো সংকট সৃষ্টি হতো না।’
ওবায়দুল কাদের বলেন, ‘দ্বাদশ জাতীয় সংসদ সংসদ নির্বাচন সংবিধান অনুযায়ী হবে। তবে, বিএনপি এই নির্বাচন বানচালের ষড়যন্ত্রে লিপ্ত। তারা অতীতের মতো নির্বাচন ও নির্বাচনী প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করতে চায়। দেশের রাজনৈতিক স্থিতিশীলতা ও উন্নয়নের চলমান অভিযাত্রাকে ব্যাহত করতে চায়।’
২০১৪ সালে বিএনপি নির্বাচন বানচালের লক্ষ্যে সারা দেশে আগুন সন্ত্রাসের মাধ্যমে শত শত নিরীহ মানুষকে পুড়িয়ে হত্যা করেছিল দাবি করে সেতুমন্ত্রী বলেন, ‘নির্বাচন প্রতিরোধের নামে বিএনপি হাজারের বেশি মানুষ পুড়িয়েছিল। পাঁচ শতাধিক ভোটকেন্দ্র ও স্কুলসহ সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান জ্বালিয়ে দিয়েছিল। এজলাসে বসা বিচারককে বোমা মেরে হত্যা করেছিল। রেললাইন উপড়ে ফেলেছিল। হাজার হাজার গাছ ও রাস্তা কেটে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছিল। কোনো রাজনৈতিক দল নিজ দেশের মানুষের ওপর এমন প্রতিহিংসামূলক আচরণ করতে পারে।’