বিএনপির পাঁচ দিনের নতুন কর্মসূচি ঘোষণা
সরকার পতনের এক দফা দাবি আদায়ে ১৮ অক্টোবর পর্যন্ত পাঁচ দিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি৷ আজ বৃহস্পতিবার (৫ অক্টোবর) রাতে চট্টগ্রাম নগরীর বিএনপি কার্যালয়ের সামনে রোড মার্চের সমাপনী সমাবেশ থেকে নতুন কর্মসূচি ঘোষণা করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
কর্মসূচিগুলো হলো- বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উন্নত চিকিৎসার দাবিতে ৯ অক্টোবর দেশব্যাপী সমাবেশ৷ এক দফা দাবিতে ঢাকায় ১২ অক্টোবর ছাত্র সমাবেশ; ১৪ অক্টোবর খালেদা জিয়ার উন্নত চিকিৎসায় সারা দেশে অনশন; ১৬ অক্টোবর যুব সমাবেশ ও ১৮ অক্টোবর ঢাকায় জনসমাবেশ৷
১৮ অক্টোবর সমাবেশ থেকে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানান মির্জা ফখরুল।