যতই চাপ আসুক, সংবিধানের বাহিরে যাবে না সরকার : ওবায়দুল কাদের
দেশি-বিদেশি যতই চাপ আসুক না কেন সংবিধানের বাহিরে সরকার যাবে না বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আজ রোববার (৮ অক্টোবর) রাতে আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভাশেষে গণভবনের সামনে তিনি এসব কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, ‘দেশি-বিদেশি যতই চাপ আসুক সংবিধানের বাহিরে যাবে না সরকার। নির্বাচন হবে সংবিধান সম্মত। নির্বাচনকালীন সরকারের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।’
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘বিএনপির টার্গেট, মিথ্যাচার করে শেখ হাসিনাকে ক্ষমতা থেকে সরানো।’
উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী চূড়ান্ত হয়েছে উল্লেখ করে সেতুমন্ত্রী বলেন, ‘ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে মো. শাহজাহান আলম সাজু ও লক্ষ্মীপুর-৩ আসনে গোলাম ফারুক পিংকুকে দলের পক্ষ থেকে মনোনয়ন দেওয়া হয়েছে।’
এর আগে সন্ধ্যায় গণভবনে আওয়ামী লীগ ও মনোনয়ন বোর্ডের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত হয় মনোনয়ন বোর্ডের সভা। এতে অংশ নেন সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ মনোনয়ন বোর্ডের সদস্যরা।