তত্ত্বাবধায়ক সরকার মরে ভূত হয়ে চিরনিন্দ্রায় আছে : ওবায়দুল কাদের
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক, পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘তত্ত্বাবধায়ক সরকার মরে ভূত হয়ে চিরনিন্দ্রায় আছে। বিএনপি শত চেষ্টা করেও সে ঘুম ভাঙাতে পারবে না।’ নারায়ণগঞ্জের কাঁচপুর মোড়ে আজ শুক্রবার (১৩ অক্টোবর) বিকেলে আওয়ামী লীগের শান্তি ও উন্নয়ন সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিএনপির তত্ত্বাবধায়ক সরকারের দাবি নাকচ করে দিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘তত্ত্বাবধায়ক সরকার মরে ভূত হয়ে গেছে। এগুলো মাথা থেকে নামান। নয়ত এই ভূতে বিএনপি শেষ। তত্ত্বাবধায়ক সরকার চিরনিদ্রায় ঘুমিয়ে আছে। এই তত্ত্বাবধায়ক আর কোনোদিন চোখ মেলবে না।’
বিএনপির সঙ্গে কোনো আপস আওয়ামী লীগ করবে না জানিয়ে সেতুমন্ত্রী বলেন, ‘৩৬ দিনের আল্টিমেটাম শেষে দেখা যাবে, কার গায়ে কত বল। কে কাকে অচল করে দেবে। নারায়ণগঞ্জের এই জনতাই যথেষ্ট, বিএনপিকে অচল করে দিতে। জানুয়ারিতে ফাইনাল খেলা হবে।’
ওবায়দুল কাদের বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিদেশে যাচ্ছেন দেশের প্রয়োজনে, জনগণের স্বার্থে। আজকের সংকটকে সম্ভাবনায় রূপ দিতে। যুক্তরাষ্ট্র তত্ত্বাবধায়কের কথা বলে না, শেখ হাসিনার পদত্যাগ, সংসদের বিলুপ্তি ও নির্বাচন কমিশনের পদত্যাগ চায় না।’
বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের মাথা খারাপ হয়ে গেছে জানিয়ে কাদের বলেন, ‘কিসের ওপর ভর করে তারা (বিএনপি) ঘোরাফেরা করছে। বিএনপি গণতন্ত্র জানে না, জানে স্বৈরতন্ত্র। এই বিএনপি থেকে সাবধান। ফখরুল সাহেব, বিএনপির সময় শেষ। আজরাইল বিএনপি নেতাদের গলা টিপে ধরবে।’
নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাইয়ের সভাপতিত্বে শান্তি সমাবেশে আরও বক্তব্য দেন দলটির সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, এস এম কামাল হোসেন, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, সংসদ সদস্য শামীম ওসমান, বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী, যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল প্রমুখ।