ডিএমপির চিঠির জবাবে যা বলল বিএনপি
২৮ অক্টোবরের মহাসমাবেশের জন্য রাজধানীর নয়াপল্টনের বিকল্প দুটি ভেন্যুসহ সাতটি তথ্য জানতে চেয়ে বিএনপিকে চিঠি দিয়েছিল পুলিশ। সেই চিঠিতে সমাবেশে লোকসমাগমের সংখ্যা, সময়, বিস্তৃতি, কোন কোন স্থানে মাইক লাগানো হবে, অন্য দলের কেউ উপস্থিত থাকবেন কি না, জানতে চাওয়া হয়।
আজ বৃহস্পতিবার (২৬ অক্টোবর) দুপুরে বিএনপির পক্ষে দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ফিরতি চিঠি দিয়ে সাত প্রশ্নের জবাব দিয়েছেন। জবাবে তিনি বলেছেন, ২৮ অক্টোবর নয়াপল্টনেই করতে চায় বিএনপি। বিকল্প কোনো স্থানে তাদের পক্ষে যাওয়া সম্ভব নয়। ওদিনের সমাবেশে এক থেকে সোয়া লাখ লোক হতে পারে।
এ ছাড়া বিএনপির সমাবেশ ওদিন বেলা ২টায় শুরু হবে এবং মাগরিবের আজানের আগে শেষ হবে। সমাবেশটি পশ্চিমে বিজয়নগর মোড় ও পূর্বে ফকিরাপুল মোড় পর্যন্ত বিস্তৃত হতে পারে। বিজয়নগর মোড় ও ফকিরাপুল মোড় পর্যন্ত কিছুদূর অন্তর অন্তর মাইক লাগানো হবে।
আগামী শনিবারের সমাবেশে বিএনপির নেতারা ছাড়া অন্য কোনো রাজনৈতিক দলের নেতাকর্মীরা অংশগ্রহণ করবেন না।
সমাবেশের অভ্যন্তরীণ শৃঙ্খলা রক্ষার জন্য দলের নিজস্ব স্বেচ্ছাসেবকেরা দায়িত্ব পালন করবেন বলে জানায় বিএনপি। এসব স্বেচ্ছাসেবকের সংখ্যা হবে ৫০০।
এদিকে সংবাদ সম্মেলনে রিজভী বলেন, ‘আমরা বারবার বলেছি, আমাদের সমাবেশ হবে সম্পূর্ণ শান্তিপূর্ণ। আর সরকার সংঘাতের উসকারি ও হুমকি দিচ্ছে। তারা বলছে লাঠি নিয়ে যাবে। তাদের সাধারণ সম্পাদক কয়েকদিন আগে বলেছেন, শাপলা চত্বরে হেফাজতের পরিণতি হবে। অর্থাৎ, আঘাতের মধ্য দিয়ে মানুষকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়ার হুমকি দিচ্ছে তারা।